হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাত থেকে বিমানযাত্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

ভ্রমণের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দাদের এটাই সেরা সময়। ইউএই থেকে বেশ কয়েকটি গন্তব্যে বিমানযাত্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিভিন্ন এয়ারলাইনস। পুরো গ্রীষ্ম জুড়ে উচ্চমূল্যে টিকিট বিক্রির পর এই ছাড় ভ্রমণ পিপাসুদের কিছুটা হলেও স্বস্তি দেবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইনসগুলোর দেওয়া মূল্যছাড়ে সবচেয়ে বেশি লাভবান হবেন ব্যবসায়িক কাজে ভ্রমণে যাওয়া লোকজন। এ ছাড়া দেশটির বাসিন্দারা যারা স্বল্প সময়ের জন্য ঘুরে আসতে চান তাঁরা এই মূল্যছাড় কাজে লাগিয়ে ভ্রমণের খরচ কমিয়ে আনতে পারেন। বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনস ইউএই থেকে তাদের সব ফ্লাইটে টিকিটের দামের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। আগামী নভেম্বর মাস পর্যন্ত ইউএই থেকে এই ছাড়ে ভ্রমণ করা যাবে। 

সৌদিয়া ছাড়াও জনপ্রিয় এয়ারলাইনস ইতিহাদসহ আরও বেশ কয়েকটি এয়ারলাইনস তাদের টিকিটের মূল্যে ১৫–২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। পর্যটনের মৌসুম চলায় বিমান সংস্থার প্রচারণার জন্য এমন কৌশল নেওয়া হয়েছে। 

মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা এয়ার এমইএ–এর বিজনেস হেড রণজিত পিটার বলেন, ‘ভ্রমণের মৌসুম আসায় এখন ভ্রমণ বাণিজ্য রমরমা হয়ে উঠছে। গ্রীষ্মে বিমানযাত্রার ভাড়া বেড়ে যাওয়ায় ভ্রমণ চাহিদা বেশ কমে গিয়েছিল। এ মাসের মাঝামাঝি সময় থেকে করপোরেট যাতায়াতের হার বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।’ 

গালফ নিউজ বলছে, গত বছরের তুলনায় এ বছর দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক সমাগম তুলনামূলক বেশি হবে। যার ফলে বিমান সংস্থাগুলোও অন্যান্য সময়ের তুলনায় বেশি ব্যস্ত থাকবে। তবে পর্যটকদের জন্য চলতি বছরের গ্রীষ্মের তুলনায় কম খরচে ভ্রমণ বাড়তি স্বস্তি এনে দেবে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত