ইরাকে নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় বিয়ের আসরে অগ্নিকাণ্ডের ঘটনায় বর-কনে দুজনেই বেঁচে আছে বলে জানিয়েছে তাঁদের আত্মীয়রা। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে দুজনই বিধ্বস্ত হয়ে পড়েছেন।
ইরাকের গণমাধ্যম চ্যানেল ওয়ানের কাছে বর-কনের বেঁচে থাকার তথ্য নিশ্চিত করেছেন তাঁদের আত্মীয়রা। এক আত্মীয় বলেন, ‘আমরা অলৌকিকভাবে সেখান থেকে বের হতে পেরেছি। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে রয়েছেন। আমি তাদের সঙ্গেই ছিলাম, তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আহত কয়েকজনকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছি। হাসপাতালে আমি যা দেখেছি তা বর্ণনা করা কঠিন। অনেকেই পুড়ে মৃত্যুবরণ করেছে।’
এই আগুনে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন।