হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘স্লো ড্যান্সের’ আগে হঠাৎ আগুন, শতাধিক প্রাণহানিতেও বর-কনে বেঁচে গেলেন 

ইরাকে নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় বিয়ের আসরে অগ্নিকাণ্ডের ঘটনায় বর-কনে দুজনেই বেঁচে আছে বলে জানিয়েছে তাঁদের আত্মীয়রা। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে দুজনই বিধ্বস্ত হয়ে পড়েছেন। 

ইরাকের গণমাধ্যম চ্যানেল ওয়ানের কাছে বর-কনের বেঁচে থাকার তথ্য নিশ্চিত করেছেন তাঁদের আত্মীয়রা। এক আত্মীয় বলেন, ‘আমরা অলৌকিকভাবে সেখান থেকে বের হতে পেরেছি। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে রয়েছেন। আমি তাদের সঙ্গেই ছিলাম, তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আহত কয়েকজনকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছি। হাসপাতালে আমি যা দেখেছি তা বর্ণনা করা কঠিন। অনেকেই পুড়ে মৃত্যুবরণ করেছে।’ 

বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল একটি বদ্ধ হলরুমে। অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক আগ মুহূর্তে ‘স্লো ড্যান্স’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বর-কনে। সেই স্লো ড্যান্সের আগে কেউ একজন আগুন দিয়ে কিছু একটি জ্বালান। এর পরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এক নারী। আগুনে দগ্ধ হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

অগ্নিকাণ্ডে বর-কনে বেঁচে আছেন কিনা তা নিয়ে গণমাধ্যমগুলোতে পরস্পরবিরোধী খবর প্রকাশিত হয়েছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের উপপ্রধান আহমেদ দুবারদানি জানান, এ অগ্নিকাণ্ডে নবদম্পতি প্রাণ হারিয়েছেন। তবে, আল জাজিরার প্রতিবেদক মাহমুদ আবদেলওয়াহেদ জানিয়েছেন, আহত হলেও বেঁচে আছেন নবদম্পতি। 

এই আগুনে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের