হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় জিম্মি নারী সেনাদের ভিডিও প্রকাশ, নতুন যুদ্ধবিরতি আলোচনায় নজর ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে বন্দী পাঁচ ইসরায়েলি নারী সেনার ভিডিও প্রকাশ পেয়েছে। ইসরায়েলি সম্প্রচারমাধ্যমগুলোতে এই ভিডিও প্রকাশ করা হয়। এরপর থেকেই দেশটিতে নারী সেনাদের ফিরিয়ে আনতে বিক্ষোভ শুরু হয়। এই অবস্থায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা জানিয়েছে, তারা হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি আলোচনার অনুমতি দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গতকাল বুধবার পূর্বে ধারণ করা তিন মিনিটের ওই ভিডিও ইসরায়েলি সম্প্রচারমাধ্যমগুলোতে প্রচারিত হয়। গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে এই নারী সেনাসহ প্রায় আড়াই শ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি করে। ওই নারী সেনাদের পরিবারের আশা, এই ভিডিও হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে যেতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি চাপ বাড়াবে।

ভিডিও থেকে দেখা যায়, বেশ কয়েকজন তরুণী ইসরায়েলি সেনাকে পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে। তাদের বেশির ভাগই হতবাক এবং জোর করে তাদের একটি জিপে তোলা হচ্ছে। এ সময় নামা লেভি নামে এক ইসরায়েলি নারী সেনাকে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনেও আমার বন্ধু আছে।’ জবাবে এক হামাস যোদ্ধা তাঁকে আরবি ভাষায় ধমকে চুপ থাকতে বলেন।

এদিকে, এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা জানিয়েছে, তারা সর্বসম্মতভাবে জিম্মি মুক্ত করতে এবং যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নিতে নতুন অনুমোদন দিয়েছে। একই সঙ্গে জিম্মি মুক্ত করতে নতুন দিকনির্দেশনাও দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা এই অনুমোদন দেয়।

প্রতিবেদনে জিম্মি মুক্ত করতে ঠিক কী ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ মন্ত্রিসভা আলোচনাকারী দলকে জিম্মিদের ফিরিয়ে আনতে আলোচনা চালিয়ে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার