হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় জিম্মি নারী সেনাদের ভিডিও প্রকাশ, নতুন যুদ্ধবিরতি আলোচনায় নজর ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে বন্দী পাঁচ ইসরায়েলি নারী সেনার ভিডিও প্রকাশ পেয়েছে। ইসরায়েলি সম্প্রচারমাধ্যমগুলোতে এই ভিডিও প্রকাশ করা হয়। এরপর থেকেই দেশটিতে নারী সেনাদের ফিরিয়ে আনতে বিক্ষোভ শুরু হয়। এই অবস্থায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা জানিয়েছে, তারা হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি আলোচনার অনুমতি দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গতকাল বুধবার পূর্বে ধারণ করা তিন মিনিটের ওই ভিডিও ইসরায়েলি সম্প্রচারমাধ্যমগুলোতে প্রচারিত হয়। গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে এই নারী সেনাসহ প্রায় আড়াই শ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি করে। ওই নারী সেনাদের পরিবারের আশা, এই ভিডিও হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে যেতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি চাপ বাড়াবে।

ভিডিও থেকে দেখা যায়, বেশ কয়েকজন তরুণী ইসরায়েলি সেনাকে পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে। তাদের বেশির ভাগই হতবাক এবং জোর করে তাদের একটি জিপে তোলা হচ্ছে। এ সময় নামা লেভি নামে এক ইসরায়েলি নারী সেনাকে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনেও আমার বন্ধু আছে।’ জবাবে এক হামাস যোদ্ধা তাঁকে আরবি ভাষায় ধমকে চুপ থাকতে বলেন।

এদিকে, এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা জানিয়েছে, তারা সর্বসম্মতভাবে জিম্মি মুক্ত করতে এবং যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নিতে নতুন অনুমোদন দিয়েছে। একই সঙ্গে জিম্মি মুক্ত করতে নতুন দিকনির্দেশনাও দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা এই অনুমোদন দেয়।

প্রতিবেদনে জিম্মি মুক্ত করতে ঠিক কী ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ মন্ত্রিসভা আলোচনাকারী দলকে জিম্মিদের ফিরিয়ে আনতে আলোচনা চালিয়ে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪