হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২০২৬ সালে সৌদি আরবে চলবে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি

বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি নিয়ে কাজ করা ব্রাজিলভিত্তিক সংস্থা ‘ইভিই এয়ার মোবিলিটি’র সঙ্গে একটি চুক্তি করেছে সৌদি আরবের মধ্যবিত্তের বিমান সংস্থা হিসেবে পরিচিত ‘ফ্লাইনাস’। এই চুক্তির উদ্দেশ্য হলো, সৌদি আরবে বৈদ্যুতিক গাড়ির টেক-অফ এবং ল্যান্ডিং অপারেশনের সম্ভাব্যতা যাচাই করা।

আজ শুক্রবার সৌদি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দার আকাশে উড়ন্ত ট্যাক্সির চলাচল শুরু হবে। এই লক্ষ্য সামনে রেখে ইভিই এয়ার মোবিলিটির সঙ্গে অনুষ্ঠিত চুক্তির বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন ফ্লাইনাস-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক বন্দর আলমোহান্না। তিনি উল্লেখ করেছেন, এই অংশীদারত্ব ২০৬০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন থামাতে জাতীয় লক্ষ্য অর্জনে উভয় সংস্থার প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দেবে। 

এদিকে টেকসই বিমানভ্রমণের জন্য নিজেদের দৃষ্টিভঙ্গিকে ভাগাভাগি করার একটি মাইলফলক হিসেবে এই চুক্তিকে চিহ্নিত করেছেন ইভিই এয়ার মোবিলিটির সিইও জোহান বোর্ডিস। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবে বিমানের গতিশীলতার ভবিষ্যৎকে এগিয়ে নিতে ফ্লাইনাসের সঙ্গে যুগান্তকারী যাত্রা শুরু করার জন্য উন্মুখ।’ 

চুক্তিটির লক্ষ্য হলো, বৈদ্যুতিক ফ্লাইটের জন্য স্থানীয় ইকোসিস্টেম প্রতিষ্ঠা ও শক্তিশালী করার মাধ্যমে সৌদি আরবের বিমানশিল্পকে উন্নত করা। এই চুক্তি সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে অবদান রাখবে। 

ফ্লাইনাস ও ইভিই এয়ার মোবিলিটি যৌথভাবে বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি চালু করে সৌদি আরবের শহরগুলোতে গণপরিবহনের ক্ষেত্রে একটি নতুন বিকল্প অফার করবে। এ দুটি কোম্পানি বৈদ্যুতিক বিমান চলাচলের ভবিষ্যৎ গঠন করার পাশাপাশি এই অঞ্চলে একটি দক্ষ, নিরাপদ এবং টেকসই পরিবহন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া