হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টাকেও শেষ করে দিল ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি ইসরায়েলের প্রাথমিক বিমান হামলায় আহত হওয়ার পর মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, ইসরায়েলের প্রথম দফার হামলায় শামখানি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছিলেন।

শামখানি ছিলেন ইরানের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা এবং অনেক দিন ধরে খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইরানের আঞ্চলিক কৌশল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তেহরানের জোটবদ্ধতা ও প্রতিরক্ষা নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করতেন।

ইসরায়েলের বিমান হামলা ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়, যার জবাবে ইরানও পাল্টা হামলায় অংশ নেয়। শামখানির মৃত্যু ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য বড় ধরনের ধাক্কা এবং এর প্রতিক্রিয়ায় আরও তীব্র প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও গভীরতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল সংঘর্ষ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল।

আরও খবর পড়ুন:

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে