হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু বাংকারে লুকিয়ে, ট্রাম্পের একটি ফোনকলই যথেষ্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

চলমান ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা চরমে, তখন কূটনৈতিক বার্তা দিয়ে আলোচনার ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার রাতে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই যুদ্ধ থামাতে চান, তবে ওয়াশিংটন থেকে একটি ফোনকলই যথেষ্ট নেতানিয়াহুকে থামাতে। সেটাই হতে পারে কূটনীতির পথে ফিরে যাওয়ার প্রথম ধাপ।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে আরাঘচি অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য সমঝোতা ব্যাহত করতেই নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ উসকে দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি নেতৃত্ব এখন তেল আবিবের বাংকারে লুকিয়ে আছে। আমাদের সশস্ত্র বাহিনী প্রতিশোধ চালিয়ে যাবে, যতক্ষণ না ইসরায়েল আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো বন্ধ করে।”

আরাঘচি জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি, আমরা রক্তপাত চাই না। তবে যদি বাধ্য হই, সম্মানের সঙ্গে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের দেশ রক্ষা করব।”

ট্রাম্পের মন্তব্য: আলোচনার ইঙ্গিত

এর আগে কানাডার কুইবেকে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান এই সংঘাতে “জয়ী নয়” এবং তারা আলোচনায় আগ্রহী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “এই সংঘাত দুই পক্ষের জন্যই বেদনাদায়ক। তাদের অবিলম্বে কথা বলা উচিত, সময় শেষ হওয়ার আগেই।”

সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সামরিকভাবে কখন সম্পৃক্ত হতে পারে, সে বিষয়ে তিনি “এখন কিছু বলতে চান না”।

আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের