হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে সোথেবির প্রথম শিল্পকর্ম নিলামে ২০০ কোটি টাকা আয়

সৌদি আরবের দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে ওই শিল্প নিলাম। ছবি: সিএনএন

সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।

সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।

মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।

জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।

এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’

সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।

এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।

সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’