হোম > বিশ্ব > ভারত

বিজেপির পাপের কষ্ট জনগণ কেন করবে, প্রশ্ন মমতার

কলকাতা প্রতিনিধি

হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি–বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে উত্তাল ভারত। পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এই প্রতিবাদ মিছিলে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। দেশটির রাজধানী দিল্লিতেও চলছে প্রতিবাদ। এরই মধ্যে বিজেপিকে প্রশ্নের মুখোমুখি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ইস্যুতে সারা দেশ যখন উত্তাল তখন বিজেপির সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক গণমাধ্যমে তিনি অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল দাঙ্গা করাতে চাইছে। কিন্তু রাজ্য সরকার তা বরদাশত করবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন তিনি। এ সময় মমতা প্রশ্ন তোলেন, ‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’ 

কেবল মমতা বন্দ্যোপাধ্যায় নন, বিজেপির দুই নেতার মানহানিকর বক্তব্যের প্রতিবাদ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও। তিনি এই বিষয়ে বিজেপি ঘৃণার রাজনীতি করছে বলেও উল্লেখ করেছেন।

এদিকে, ওই ঘটনার পর বিজেপি দুই নেতাকে বরখাস্ত ও বহিষ্কার করলেও বিরোধীদের দাবি, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির দায়ে গ্রেপ্তার করতে হবে দুজনকেই। অপরদিকে, দেশ-বিদেশে সমালোচনা–প্রতিবাদের ঝড় শুরু হওয়ায় তাঁদের বিরুদ্ধে এফআইআর নিয়েছে পুলিশ। আসামেও তাঁদের নামে এফআইআর দায়ের করেছে কংগ্রেস। 

উত্তর প্রদেশে শান্তি–শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২২৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরিস্থিতি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়ও। সেখানেও জারি হয়েছে ১৪৪ ধারা। পশ্চিমবঙ্গের হাওড়া এখনো উত্তপ্ত। জাতীয় সড়ক ও রেল অবরোধ চলছে। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গ্রেপ্তার করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বেশ কয়েকজন নেতাকে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি