হোম > বিশ্ব > ভারত

আপনি সেরা, আপনার মতো হতে চাই—মোদিকে দেখে উচ্ছ্বসিত মেলোনি

আজকের পত্রিকা ডেস্ক­

জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত

কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক হৃদয়স্পর্শী সাক্ষাৎ ঘটেছে। উভয় নেতা করমর্দনের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান। মোদি এ সময় বলেন, ‘ভারত ও ইতালির বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’

প্রধানমন্ত্রী মেলোনি এই সাক্ষাতে মোদিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সেরা, আমি তোমার মতো হওয়ার চেষ্টা করছি।’ এই উক্তি ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

মোদির সঙ্গে করমর্দনের একটি ছবি এক্স মাধ্যমে শেয়ার করে মেলোনি লিখেছেন, ‘ইতালি ও ভারত—এক মহৎ বন্ধুত্বে আবদ্ধ।’ মোদিও সেই পোস্টটি পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘আপনার সঙ্গে পুরোপুরি একমত, প্রধানমন্ত্রী মেলোনি। ভারত ও ইতালির বন্ধুত্ব আরও গভীর হবে এবং আমাদের জনগণের বিপুল উপকারে আসবে।’

জি ৭ সম্মেলনে দুই নেতার এই সংক্ষিপ্ত আলাপ ছিল উষ্ণতাপূর্ণ। এর আগেও দুজনের মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে দেখা হয়েছিল। তখন তাঁরা একটি সেলফি তোলেন, যার ক্যাপশন ছিল—‘কপ ২৮-এ ভালো বন্ধু, #মেলোডি’।

উল্লেখ্য, জি৭ সম্মেলনে যোগ দিতে কানাডার অ্যালবার্টার কানানাস্কিসে অবস্থিত পমারয় কানানাস্কিস মাউন্টেন লজ-এ পৌঁছান মোদি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁকে স্বাগত জানান। এটি মোদির ষষ্ঠবারের মতো জি৭ সম্মেলনে অংশগ্রহণ এবং এক দশকের মধ্যে প্রথম কানাডা সফর।

Fully agree with you, PM Giorgia Meloni. India’s friendship with Italy will continue to get stronger, greatly benefitting our people!@GiorgiaMeloni https://t.co/LaYIIZn8Ry

— Narendra Modi (@narendramodi) June 17, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

ভারতীয় এনডিটিভি জানিয়েছে, মোদি সাইপ্রাস সফর শেষে কানাডায় পৌঁছান। ক্যালগারি বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার চিন্ময় নায়কসহ অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

জি ৭ সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এই সম্মেলনে মোদির ধারাবাহিক অংশগ্রহণ ভারতের বৈশ্বিক কূটনীতির গুরুত্বকেই তুলে ধরে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা