হোম > বিশ্ব > ভারত

ভারতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

ভারতের কেরালায় এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী। ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে কেরালায় এসেছেন। তিনি কেরালার থিরুবান্থাপুরম বিমানবন্দরে গত ১২ জুলাই এসে পৌঁছান। তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল। 

বীণা জর্জ জানান, ‘ভয়ের কিছু নেই। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রোগীর অবস্থাও স্থিতিশীল। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওই ব্যক্তির মা-বাবা, ট্যাক্সি চালক, অটোচালক এবং ফ্লাইটে তাঁর ১১ জন সহযাত্রী। 

এর আগে সংবাদমাধ্যমকে বীণা জর্জ জানিয়েছিলেন, মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কাছ থেকে নেওয়া নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। একই সময়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যকে আগাম সতর্কতা নেওয়া আহ্বান জানানো হয়। 

মাঙ্কিপক্স মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগ ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ সব অঞ্চলে থাকলেও দক্ষিণ আফ্রিকার বাইরে এর বিস্তার বেশ অল্পই হয়েছে বলতে হবে। গত মে মাসেই সতর্কতা হিসেবে কিছু নির্দেশিকা ভারতে জারি করা হয়েছিল।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার