হোম > বিশ্ব > ভারত

ভারতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

ভারতের কেরালায় এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী। ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে কেরালায় এসেছেন। তিনি কেরালার থিরুবান্থাপুরম বিমানবন্দরে গত ১২ জুলাই এসে পৌঁছান। তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল। 

বীণা জর্জ জানান, ‘ভয়ের কিছু নেই। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রোগীর অবস্থাও স্থিতিশীল। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওই ব্যক্তির মা-বাবা, ট্যাক্সি চালক, অটোচালক এবং ফ্লাইটে তাঁর ১১ জন সহযাত্রী। 

এর আগে সংবাদমাধ্যমকে বীণা জর্জ জানিয়েছিলেন, মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কাছ থেকে নেওয়া নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। একই সময়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যকে আগাম সতর্কতা নেওয়া আহ্বান জানানো হয়। 

মাঙ্কিপক্স মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগ ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ সব অঞ্চলে থাকলেও দক্ষিণ আফ্রিকার বাইরে এর বিস্তার বেশ অল্পই হয়েছে বলতে হবে। গত মে মাসেই সতর্কতা হিসেবে কিছু নির্দেশিকা ভারতে জারি করা হয়েছিল।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে