হোম > বিশ্ব > ভারত

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে পুলিশ সুপার নিহত, আহত ২ নিরাপত্তাকর্মী

কলকাতা প্রতিনিধি  

নিহত এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে। ছবি: সংগৃহীত

ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ সোমবার (৯ জুন) সকালে আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাও গিরিপুঞ্জে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী। বিস্ফোরণটি ঘটে সুকমার কন্তা থানার অন্তর্গত দোন্দরা গ্রামের কাছে, এ সময় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) একটি যৌথ দল পেট্রোলিংয়ে বেরিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মাটিতে পুঁতে রাখা ছিল একটি শক্তিশালী প্রেসার আইইডি। এএসপি গিরিপুঞ্জের নেতৃত্বে একটি দল যখন এলাকাটি টহল দিচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরে রায়পুরে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে ২০১৩ ব্যাচের এক দক্ষ এবং সাহসী অফিসার ছিলেন। মাওবাদী অধ্যুষিত এলাকায় কাজ করতে গিয়ে তিনি বহুবার সাফল্য অর্জন করেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাঁর মৃত্যুতে রাজ্যের নিরাপত্তা মহলে নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার পরপরই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আরও আইইডি পুঁতে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও রাজ্য পুলিশের যৌথ টিম।

রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এক বিবৃতিতে বলেছেন, ‘আকাশ গিরিপুঞ্জের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি মাওবাদীদের উদ্দেশে বলেন, ‘সহিংসতা বন্ধ করে আত্মসমর্পণের পথে আসুন।’

প্রসঙ্গত, আগামীকাল ১০ জুন মাওবাদীদের ডাকা বন্ধ (হরতাল) উপলক্ষে সুকমা ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে এই পেট্রোলিং চলছিল বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আহতদের রায়পুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সুকমার বিভিন্ন এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এই বিস্ফোরণ তাদের মনোবল নষ্ট করতে পারবে না। মাওবাদী দমন অভিযানে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি