হোম > বিশ্ব > ভারত

জমি বিরোধের জেরে ভাইয়ের ওপর আটবার ট্রাক্টর চালিয়ে হত্যা

ভারতের রাজস্থানে জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তি ভাইয়ের ওপর ট্রাক্টর উঠিয়ে দিয়ে নির্মমভাবে পিষ্ট করে হত্যা করেছে। অভিযুক্ত দামোদর তার ভাই নিরপাতের ওপর আটবার ট্রাক্টর চালিয়েছে। রাজস্থানের ভরতপুরে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাহাদুর সিং এবং আতর সিংয়ের পরিবারের মধ্যে ভরতপুরে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আজ সকালে বাহাদুর সিংয়ের পরিবার একটি ট্রাক্টর নিয়ে বিবদমান ওই জমিতে যায়। কিছুক্ষণ পর সেখানে অথর সিংয়ের পরিবারও আসে। 

এরপরই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা ও পাথর দিয়ে একে অপরের ওপর হামলা শুরু করে। গ্রামবাসীদের দাবি, তাঁরা গুলির শব্দও শুনেছেন। 

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় আতর সিংয়ের ছেলে নিরপাত মাটিতে পড়ে যায় তখন তাঁর ভাই মৃত্যুর আগ পর্যন্ত তাঁর ওপর আটবার ট্র্যাক্টর চালায়। পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলেও কর্ণপাত করেনি দামোদর। এতে ঘটনাস্থলেই সে ভাইকে নির্মমভাবে হত্যা করে। তবে দামোদর এবং নিরপাত সম্পর্কে কেমন ভাই তা প্রতিবেদনে স্পষ্ট করেনি এনডিটিভি। 

দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দামোদরসহ চারজনকে আটক করেছে। 

খবরে আরও বলা হয়েছে, পাঁচ দিন আগে দুই পরিবারের সংঘর্ষে বাহাদুর সিং এবং তার ছোট ভাই জনক আহত হন। এ ঘটনায় বাহাদুর সিংয়ের পরিবার অতর সিংয়ের পরিবারের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় অতরের ছেলে নিরপাতকেও আসামি করা হয়। 

নৃশংস এই ঘটনায় রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেসকে দোষারোপ করেছে বিজেপি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপির সম্বিত পাত্র বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে স্পষ্ট করে বলতে হবে যে ভরতপুর পরিদর্শনে যাওয়ার মেরুদণ্ড এবং পিত্ত আছে তাঁর। যেখানে এই নৃশংস ঘটনাটি ঘটেছে, যে ঘটনার ভিডিও সারা দেশে এবং দেশের বাইরে ভাইরাল হয়েছে তা হৃদয়বিদারক। এটি প্রিয়াঙ্কা ভাদ্রার কাছে আমার আহ্বান।’

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান