হোম > বিশ্ব > ভারত

সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় পাকিস্তানে: মোদি

আজকের পত্রিকা ডেস্ক­

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুরিদকের মতো জায়গাগুলো এখন ভারতের কাছে ‘সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়’। স্থানীয় সময় আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রের ভয়ে ভীত নয় ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এতে তিনি পাকিস্তান ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের নিরাপত্তার নীতি কী হবে, তা-ও স্পষ্ট করেন। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বাহাওয়ালপুর ও মুরিদকের মতো জায়গাগুলোকে ‘সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

মোদি তাঁর ভাষণে পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কোন শর্তে নির্ধারিত হবে, তা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদের কোনো ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ ভারত বরদাশত করবে না। ২২ মিনিটের ভাষণে মোদি ভারতের নিরাপত্তানীতির ৩ মূল স্তম্ভ ব্যাখ্যা করেন। ‘অপারেশন সিঁদুরের’ পর এই নীতিতে বড় পরিবর্তন এসেছে।

মোদি বলেন, ‘প্রথমত, ভারতের ওপর যেকোনো সন্ত্রাসী হামলার কড়া এবং নির্ধারক জবাব দেওয়া হবে। ভারত তার নিজস্ব শর্তে পাল্টা আঘাত হানবে, সন্ত্রাসের উৎসস্থলে লক্ষ্য স্থির করে। দ্বিতীয়ত, ভারত পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভীত হবে না। এই অজুহাতে পরিচালিত যেকোনো সন্ত্রাসী ঘাঁটি সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক হামলার মুখোমুখি হবে। তৃতীয়ত, ভারত আর সন্ত্রাসী নেতা ও তাদের আশ্রয়দাতা সরকারগুলোকে আলাদা সত্তা হিসেবে দেখবে না।’

মোদি উল্লেখ করেন, অপারেশন সিঁদুরের সময় বিশ্ববাসী আবারও পাকিস্তানের ‘ঝামেলাপূর্ণ বাস্তবতা’ দেখেছে। তিনি বলেন, বিশ্ব দেখেছে, ‘কীভাবে উচ্ছেদ হওয়া সন্ত্রাসীদের জানাজায় পাকিস্তানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে অংশ নিয়েছেন। এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদে পাকিস্তানের গভীর জড়িত থাকার প্রমাণ।’

মোদি বলেন, ‘বাহাওয়ালপুর ও মুরিদকে এখন সন্ত্রাসবাদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এই জায়গাগুলোর সঙ্গে ৯/১১ হামলা, লন্ডন টিউব বোমা হামলা এবং গত দশকে ভারতের মাটিতে ঘটে যাওয়া প্রতিটি হামলার যোগসূত্র রয়েছে।’

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে পাকিস্তান সরকার, সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যকার যোগসাজশ তুলে ধরে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে যদি কোনো আলোচনা হয়, তবে তা কেবল সন্ত্রাসবাদ এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়েই হবে, অন্য কিছু নিয়ে নয়।’

তিনি ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য পাশাপাশি চলতে পারে না এবং রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি