হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনায় এক দিনে ৩১৮ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৩৮২ জনের, যা আগের দিনের চেয়ে ৫৪১ জন কম। তবে শনাক্ত কমলেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১৮ জন, যা আগের দিনের চেয়ে ৩৬ জন বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ৩২ হাজার ৫৪২ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১৬২তে, যা ১৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৮২ জনের। আর মারা গেছে ১৫২ জন। এ পর্যন্ত কেরালায় করোনা শনাক্ত হয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৩১০ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেরালায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৯১ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩২০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত মহারাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৬৫ লাখ ৩৪ হাজার ৫৫৭ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭২৫ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৩৯৯ জনের। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৪ লাখ ১০ হাজার ২২২ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৪২ হাজার ৯৪১ জনের। আর করোনা থেকে সেরে উঠেছে ২০ কোটি ৮০ লাখ ৮৫ হাজার ৭৮৪ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই