হোম > বিশ্ব > ভারত

ভারতের বাজেটে বাংলাদেশে সহায়তার জন্য বরাদ্দ ১২০ কোটি রুপি

ভারতের নতুন অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলাদেশে সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে ১২০ কোটি রুপি। ছবি: সংগৃহীত

ভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন অর্থবছরের বাজেটে ভারত সরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ২০ হাজার ৫১৬ কোটি রুপি বরাদ্দ করেছে। এবারের বাজেটে ভারতের ‘প্রতিবেশীই সবার আগে’ নীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ করা মোট তহবিলের ৬৪ শতাংশ, অর্থাৎ ৪ হাজার ৩২০ কোটি রুপি প্রতিবেশী দেশগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। এর আওতায় জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ সঞ্চালন লাইন, আবাসন, সড়ক, সেতু এবং সমন্বিত চেকপোস্টের মতো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হবে।

ভারতের ২০২৫-২৬ অর্থবছরে ভুটান দিল্লির সর্বোচ্চ বিদেশি সহায়তা পাওয়ার দেশের অবস্থান ধরে রেখেছে। এই বছর ভারত ভুটানকে ২ হাজার ১৫০ কোটি রুপির সহায়তা দেবে বলে নির্ধারণ করেছে। গত বছর দিল্লি ভুটানের জন্য বরাদ্দ করেছিল ২ হাজার ৬৮ কোটি রুপি।

ভারতের আরেক প্রতিবেশী মালদ্বীপের জন্য আগের বছর বরাদ্দ ছিল ৪০০ কোটি রুপি। এবার তা বেড়ে ৬০০ কোটিতে উন্নীত হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর চীনপন্থী অবস্থানের কারণে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও বর্তমানে মালদ্বীপ ভারত-সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। ২০২৪ সালের শুরুতে ভারত মালদ্বীপ থেকে সামরিক সদস্যদের প্রত্যাহার করে। তবে, চলতি মাসের শুরুতে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী ঘাসসান মামুনের ভারত সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে।

ভুটান-মালদ্বীপে বাড়লেও আরেক প্রতিবেশী আফগানিস্তানের জন্য সহায়তা গত বছরের ২০০ কোটি রুপি থেকে কমিয়ে চলতি অর্থবছরে ১০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। টানা দুই বছর ধরে আফগানিস্তানে ভারত সহায়তার জন্য বরাদ্দ কমাচ্ছে। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও ভারত দেশটিতে মানবিক সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতার আওতায় সীমিত সম্পর্ক বজায় রেখেছে।

চলতি বছরের শুরুর দিকে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দুবাইয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটি ভারত-আফগানিস্তান সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। আলোচনায় বাণিজ্য ও ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে পাকিস্তান এড়িয়ে বিকল্প বাণিজ্য পথ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

মিয়ানমারে ২০২৪-২৫ অর্থবছরের ২৫০ কোটি রুপির অর্থ সহায়তা বরাদ্দ করেছিল ভারত। এবার দেশটির জন্য ৩৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রেক্ষাপটে এই সহায়তা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া, ভারত সরকার ভারত-মিয়ানমার সীমান্তে চলাচলের নিয়ম কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, উভয় দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে চলাচলের সীমা ১৬ কিলোমিটার থেকে কমিয়ে ১০ কিলোমিটার করা হয়েছে।

এ ছাড়া, নেপালের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখে ৭০০ কোটি রুপিই রাখা হয়েছে। শ্রীলঙ্কার জন্য সহায়তা ২৪৫ কোটি রুপি থেকে বাড়িয়ে ৩০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের জন্য সহায়তা ১২০ কোটি রুপিতে অপরিবর্তিত রয়েছে। ২০২৪ সালে শেখ হাসিনার সরকার অপসারিত হওয়ার পর থেকে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে, আর ঢাকার মুহাম্মদ ইউনূস-নেতৃত্বাধীন সরকার তার প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে।

আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ ২০০ কোটি রুপি থেকে বৃদ্ধি পেয়ে ২২৫ কোটি রুপি নির্ধারিত হয়েছে। ২০২৩ সালে ভারত জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করার সময় আফ্রিকান ইউনিয়নকে জি২০-তে অন্তর্ভুক্ত করা হয়েছিল। লাতিন আমেরিকার জন্য সহায়তা ৩০ কোটি রুপি থেকে বাড়িয়ে ৬০ কোটি রুপি করা হয়েছে। গত বছর, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিতা মেক্সিকো, গ্রেনাডা, বার্বাডোস এবং অ্যান্টিগুয়া ও বারবুডা সফর করেন, যা ভারত ও লাতিন আমেরিকার সম্পর্ক গভীর করার প্রতিফলন।

সরাসরি অর্থ সহায়তার পাশাপাশি ভারত তার ‘সফট পাওয়ার’ কূটনীতিও বাড়াচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) জন্য বরাদ্দ ৩৫১ কোটি রুপি করা হয়েছে। গত বছর বরাদ্দ ছিল ৩৩১ কোটি রুপি। এ ছাড়া, আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ১ হাজার ২৪৭ কোটি রুপি।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা