হোম > বিশ্ব > ভারত

ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ছাড়াল, কমছে সংক্রমণ

ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। আজ মঙ্গলবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে ভারতের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৫৫ হাজার ৮৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।  যা সোমবারের তুলনায় প্রায় ১১ হাজার কম। এদিকে গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে  ভারতে  ৩ হাজার ৪৪৯ জন মারা গেছেন।   দেশটিতে  এ পর্যন্ত  ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। 

ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই করোনার সংক্রমণ কমতে থাকে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় প্রকৃত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে এখনো অক্সিজেন সঙ্কট এখনো চলছে। গতকাল সোমবারও একদিনে দিল্লিতে ৪৪৮ জন করোনায় মারা গেছেন।

দিল্লিতে অক্সিজেন সঙ্কটের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে তাঁদের কাছে ভ্যাকসিনের সঙ্কট নেই তবে সেগুলো পৌঁছাতেই বেশি বেগ পেতে হচ্ছে। .

ভারতে করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ কোটি  জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন । এছাড়া মোট জনসংখ্যার  মাত্র ২ শতাংশ মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন।  

সম্প্রতি ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ভ্যাকসিন সঙ্কট আরও কয়েক মাস থাকবে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার