হোম > বিশ্ব > ভারত

ভারতের লক্ষ্ণৌতে ভারী বর্ষণ, দেয়াল ধসে নিহত ৯ 

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে একটি দেয়াল ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে শহরের অনেক জায়গায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘কয়েকজন শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানা প্রাচীর ধসে পড়লে সেখানে ৯ জনের মৃত্যু হয়। আমরা খবর পেয়ে ভোর ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছি। ধ্বংসস্তূপ থেকে নয়টি লাশ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, রাতভর অবিরাম বৃষ্টির কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ভোর ৪টায় স্কুল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে লক্ষ্ণৌ জেলা প্রশাসন। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় কমলা ক্যাটাগরির ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার পুরোনো ভবনগুলোতে থাকা বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্রশাসন সকল সরকারি হাসপাতাল এবং কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে উচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান