হোম > বিশ্ব > ভারত

চীনের সামনে ভারত কখনো মাথা নত করবে না: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও চীনের মধ্যে আলোচনা ভালো পরিবেশে মসৃণভাবে চলছে এবং ভারত কখনোই মাথা নত করবে না। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজেপি প্রার্থীদের প্রচারণার জন্য এখন আহমেদাবাদে আছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, সামরিক দৃষ্টিকোণ থেকে একটি শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত এবং তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

ভারতে চীনের প্রভাব প্রসঙ্গে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত এখন আর দুর্বল কোনো রাষ্ট্র নয়। সামরিক দিক থেকেও ভারত একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।’

তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে যেকোনো বিষয় নিয়ে আলোচনা মসৃণ এবং ভালো পরিবেশে চলছে।

রাজনাথ সিং চীনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন, ‘আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। তবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে ভারত কোথাও মাথা নত করেনি, কখনো মাথা নত করবেও না।’

রাজনাথ সিং আত্মবিশ্বাসের সঙ্গে আরও বলেন, ভারতের প্রতিরক্ষা খাতে রপ্তানি ২০২৩-২৪ আর্থিক বছরে ২১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এটি সামনে আরও বাড়বে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘২০১৪ সালে আমরা ৬০০ কোটি রুপির প্রতিরক্ষাসামগ্রী রপ্তানি করেছি। আর এই সংখ্যা এখন ২১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। আমি বলতে পারি, এটি আরও বাড়তে যাচ্ছে।’

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা আইটেম, যেমন—ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র, বোমা বা ট্যাংক ভারতে এবং ভারতীয়দের দ্বারা তৈরি করার ব্যাপারে মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আজ আমরা এক লাখ কোটি রুপিরও বেশি মূল্যের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অর্জন করেছি।’

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি