হোম > বিশ্ব > ভারত

চীনের সামনে ভারত কখনো মাথা নত করবে না: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও চীনের মধ্যে আলোচনা ভালো পরিবেশে মসৃণভাবে চলছে এবং ভারত কখনোই মাথা নত করবে না। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজেপি প্রার্থীদের প্রচারণার জন্য এখন আহমেদাবাদে আছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, সামরিক দৃষ্টিকোণ থেকে একটি শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত এবং তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

ভারতে চীনের প্রভাব প্রসঙ্গে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত এখন আর দুর্বল কোনো রাষ্ট্র নয়। সামরিক দিক থেকেও ভারত একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।’

তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে যেকোনো বিষয় নিয়ে আলোচনা মসৃণ এবং ভালো পরিবেশে চলছে।

রাজনাথ সিং চীনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন, ‘আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। তবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে ভারত কোথাও মাথা নত করেনি, কখনো মাথা নত করবেও না।’

রাজনাথ সিং আত্মবিশ্বাসের সঙ্গে আরও বলেন, ভারতের প্রতিরক্ষা খাতে রপ্তানি ২০২৩-২৪ আর্থিক বছরে ২১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এটি সামনে আরও বাড়বে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘২০১৪ সালে আমরা ৬০০ কোটি রুপির প্রতিরক্ষাসামগ্রী রপ্তানি করেছি। আর এই সংখ্যা এখন ২১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। আমি বলতে পারি, এটি আরও বাড়তে যাচ্ছে।’

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা আইটেম, যেমন—ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র, বোমা বা ট্যাংক ভারতে এবং ভারতীয়দের দ্বারা তৈরি করার ব্যাপারে মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আজ আমরা এক লাখ কোটি রুপিরও বেশি মূল্যের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অর্জন করেছি।’

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার