হোম > বিশ্ব > ভারত

উত্তর–পূর্ব ভারতে বাড়ছে সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা

কলকাতা প্রতিনিধি

ভারত–চীন সীমান্তবর্তী অরুণাচল রাজ্যে সশস্ত্র সংগঠনের সদস্যরা গুলি করে ভূপতিত করেছে ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক হেলিকপ্টার। গত শুক্রবার ঘটা হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তদন্ত চলাকালে এমনটাই দাবি করেছে উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের দুই সশস্ত্র সংগঠন।

এক যৌথ সংবাদ বিবৃতিতে মণিপুরের দুই জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং মণিপুর নাগা রেভল্যুশনারি ফ্রন্ট হেলিকপ্টারে হামলার দায় স্বীকার করেছে। তবে ভারতের সেনাবাহিনীর তরফে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে, উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সশস্ত্র সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) আইজাক মুইভা গোষ্ঠী তাদের দাবিদাওয়া আদায়ে চীনের মধ্যস্থতার দাবি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিগত ৫০ বছর ধরে চীন নাগাদের অধিকার রক্ষার লড়াইয়ে সহায়তা করছে। নিজেকে এনএসসিএনের প্রধান দাবি করে চীনা কমিউনিস্ট পার্টিকে সহযোগিতা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন ফুন্টিং শিমরাং। নাগা সশস্ত্র সংগঠনের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ভারতের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ‘চীন যে উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিদের মদদ জোগায় তার বড় প্রমাণ এই বিবৃতি।’

উল্লেখ্য, গত শুক্রবার অরুণাচলের আপার সিয়াং জেলায় সকাল ১০টা ৪৩ মিনিট নাগাদ ৫ জন আরোহীকে নিয়ে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চলতি মাসেই অরুণাচলে আরও একটি সেনা হেলিকপ্টার ভেঙে এক পাইলট মারা যান। আহত হন আরও এক পাইলট। তবে প্রথম হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনো কেউ নাশকতার দাবি করেননি। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’