হোম > বিশ্ব > ভারত

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে তাড়া করলেন ভগবান রাম! 

সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন নরেন্দ্র মোদি। কিন্তু আগের দুই বারের তুলনায় এবারের চিত্রটি অনেকটাই ভিন্ন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে যেন সাক্ষাৎ ভিলেন বনে গেছেন তিনি। বিশেষ করে পশ্চিমবঙ্গে। 

গত মঙ্গলবার ভারতের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। নির্বাচনের আগে ৪০০ আসন পার হওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ৩০০ আসন পার হতে পারেনি মোদির দল বিজেপি ও শরিক দলগুলো। আগের দুই বারের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি গেরুয়া শিবির। অন্যদিকে আসনসংখ্যার বিবেচনায় এবারের নির্বাচনের পর যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে দেশটির কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। এ অবস্থায় মোদিকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রূপ করা হচ্ছে। 

পশ্চিমবঙ্গ-ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নির্বাচনী ফল প্রকাশের পরদিন রাত থেকেই মোদিকে নিয়ে একটি মিম ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোদির দিকে তীর তাক করে আছেন হিন্দু ধর্মীয় দেবতা রাম। অন্যদিকে তীরের আঘাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়াচ্ছেন মোদি। মিমের মধ্যে প্রভু রাম মোদির উদ্দেশে বলছিলেন—আমাকে নিয়ে আর রাজনীতি করবি? 

বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে ভারতের হিন্দুত্ববাদকে চাঙা করতে চেয়েছিলেন মোদি। ভোটের লড়াইয়ে ফায়দা নেওয়াই ছিল এর উদ্দেশ্য। এমন ভাবনা থেকেই নির্বাচনে দলের ৪০০ আসন পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত শরিকদের আসন যোগ করেও ৩০০ আসন পার হতে পারেনি বিজেপি। খোদ রামমন্দির যেখানে স্থাপন করা হয়েছে, সেই অযোধ্যায়ও ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছে বিজেপি প্রার্থী। 

এ অবস্থায় রাম ও মোদির ভাইরাল মিমটিতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। আর এসব মন্তব্যের প্রায় সবই মোদিকে আক্রমণ করে। একজন লিখেছেন, ‘উচিত শিক্ষা! এবার নিশ্চয়ই ধর্মের সুড়সুড়ানি দেওয়া বন্ধ করবে বিজেপি।’ 

আরেকজন লিখেছেন, ‘গরিবের পেটে ভাত নেই, বেকারের হাতে কাজ নেই, হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ! দেখুন, জনতার রায় কাকে বলে!’

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা