হোম > বিশ্ব > ভারত

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে তাড়া করলেন ভগবান রাম! 

সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন নরেন্দ্র মোদি। কিন্তু আগের দুই বারের তুলনায় এবারের চিত্রটি অনেকটাই ভিন্ন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে যেন সাক্ষাৎ ভিলেন বনে গেছেন তিনি। বিশেষ করে পশ্চিমবঙ্গে। 

গত মঙ্গলবার ভারতের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। নির্বাচনের আগে ৪০০ আসন পার হওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ৩০০ আসন পার হতে পারেনি মোদির দল বিজেপি ও শরিক দলগুলো। আগের দুই বারের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি গেরুয়া শিবির। অন্যদিকে আসনসংখ্যার বিবেচনায় এবারের নির্বাচনের পর যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে দেশটির কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। এ অবস্থায় মোদিকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রূপ করা হচ্ছে। 

পশ্চিমবঙ্গ-ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নির্বাচনী ফল প্রকাশের পরদিন রাত থেকেই মোদিকে নিয়ে একটি মিম ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোদির দিকে তীর তাক করে আছেন হিন্দু ধর্মীয় দেবতা রাম। অন্যদিকে তীরের আঘাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়াচ্ছেন মোদি। মিমের মধ্যে প্রভু রাম মোদির উদ্দেশে বলছিলেন—আমাকে নিয়ে আর রাজনীতি করবি? 

বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে ভারতের হিন্দুত্ববাদকে চাঙা করতে চেয়েছিলেন মোদি। ভোটের লড়াইয়ে ফায়দা নেওয়াই ছিল এর উদ্দেশ্য। এমন ভাবনা থেকেই নির্বাচনে দলের ৪০০ আসন পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত শরিকদের আসন যোগ করেও ৩০০ আসন পার হতে পারেনি বিজেপি। খোদ রামমন্দির যেখানে স্থাপন করা হয়েছে, সেই অযোধ্যায়ও ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছে বিজেপি প্রার্থী। 

এ অবস্থায় রাম ও মোদির ভাইরাল মিমটিতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। আর এসব মন্তব্যের প্রায় সবই মোদিকে আক্রমণ করে। একজন লিখেছেন, ‘উচিত শিক্ষা! এবার নিশ্চয়ই ধর্মের সুড়সুড়ানি দেওয়া বন্ধ করবে বিজেপি।’ 

আরেকজন লিখেছেন, ‘গরিবের পেটে ভাত নেই, বেকারের হাতে কাজ নেই, হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ! দেখুন, জনতার রায় কাকে বলে!’

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস