হোম > বিশ্ব > ভারত

চিকিৎসক ধর্ষণ-হত্যা: আরজি কর হাসপাতালের সাবেক প্রধানের পলিগ্রাফ টেস্ট নেবে সিবিআই 

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক প্রধানের পলিগ্রাফ টেস্ট নেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মূলত দীর্ঘ কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তাঁর এই টেস্ট নেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ৯ আগস্ট পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আরজি কর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন। এই মামলার তদন্তভার যায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের কাছে। সেই মামলায় সিবিআই হাসপাতালটির তৎকালীন প্রধান সন্দীপ ঘোষকে টানা ৮৮ ঘণ্টা জেরা করে। কিন্তু তাতে সন্তোষজনক তথ্য না পাওয়ায় এবার তাঁর পলিগ্রাফ টেস্ট করা হবে। 

সাধারণত কোনো ব্যক্তি নির্দিষ্ট ইস্যুতে সত্য না মিথ্যা তথ্য দিচ্ছেন, তা নির্ণয় করা হয় এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। তবে পলিগ্রাফ টেস্টের এই ফলাফল আদালতে গ্রহণযোগ্য নয়। গোয়েন্দারা তদন্তকে সঠিক পথে নেওয়ার জন্য সাধারণত নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে এই টেস্ট করে থাকেন। 

এদিকে, হাসপাতালের সেমিনার হলে সেই চিকিৎসকের মরদেহ আবিষ্কারের পর সন্দীপ ঘোষের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট মামলার শুনানির সময় বারবার সন্দীপ ঘোষের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। এ ছাড়া দুর্নীতি ও ধর্ষণ-হত্যার শিকার চিকিৎসকের পরিচয় সবার সামনে উন্মোচন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে রাজ্য সরকার। 
 
অন্যদিকে, সন্দীপ ঘোষ ছাড়াও এই মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্টের আরজি জানিয়েছে সিবিআই। এই আরজির জবাবে আজ সন্ধ্যার মধ্যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। 

এর আগে, ধর্ষণ-হত্যার ঘটনার একদিন পর কলকাতা কমিউনিটি পুলিশের স্বেচ্ছাসেবক সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়, যা আজ শুক্রবার শেষ হতে যাচ্ছে। এরপর তাঁকে শিয়ালদা আদালতে তোলা হবে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার