হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে পিকআপ উল্টে ১৪ জন নিহত, আহত অন্তত ২১ 

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি নামক এলাকায় একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন গ্রামবাসী একটি অনুষ্ঠান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে রাত দেড়টার দিকে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গ্রামবাসীদের বহনকারী পিকআপটি উল্টে যায়।

স্থানীয় মানুষ এবং পুলিশ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর ও পুলিশ সুপার।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে সাহায্যের ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি তদারক করতে ডিন্ডোরি পৌঁছাবেন রাজ্যের মন্ত্রী সাম্পাতিয়া উইকে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের আত্মার শান্তি এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।’

পোস্টে আরও বলা হয়, ‘মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ মন্ত্রী সাম্পাতিয়া উইকে ডিন্ডোরিতে পৌঁছেছেন।’

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি