হোম > বিশ্ব > ভারত

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মোদি ও মমতা

প্রতিনিধি, কলকাতা

গতকাল বুধবার বিখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকা প্রকাশ করা হয়। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তালিকায় রয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনেওয়ালা। 

টাইম ম্যাগাজিনে প্রকাশ হওয়া ১০০ জনের তালিকায় আরও রয়েছেন-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তালিবানদের শীর্ষ নেতা আব্দুল গনি বারাদার। 

প্রতিবারের মতো এবারও তালিকায় প্রভাবশালীদের নিয়ে আলাদা আলাদা প্রবন্ধ প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। বিশিষ্ট সাংবাদিকরা মনোনীত প্রভাবশালীদের কর্মকাণ্ডের বর্ণনা দেন। 

নরেন্দ্র মোদির বিষয়ে বলা হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তাঁর কন্যা ইন্দিরা গান্ধীর মতোই নরেন্দ্র মোদিও দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারে সক্ষম। তবে তাঁর আমলে মুসলিমদের অধিকার খর্ব হচ্ছে। 

সিএনএন-এর সাংবাদিক ফরিদ জাকারিয়া মোদির সম্পর্কে লিখেছেন, ভারতে তাঁর আমলে ধর্মনিরপেক্ষতার আদর্শচ্যুতি ঘটিয়ে হিন্দুত্ব মাথাচাড়া দিয়েছে। সাংবাদিকদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

সাংবাদিক বর্খা দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লিখেছেন। তিনি মমতাকে ভারতের রাজনীতিতে প্রতিবাদের মুখ হিসেবে তুলে ধরেন। মমতাকে ঘিরেই নরেন্দ্র মোদি বিরোধী জোটের সম্ভাবনার কথাও লিখেছেন তিনি। রাস্তার যোদ্ধা হিসেবে মমতার ভাবমূর্তি, তাঁর সততা এবং নিজস্ব রাজনৈতিক ভঙ্গি মমতাকে গোটা দেশেই জনপ্রিয় করে তুলেছে বলেও মনে করেন তিনি। তাঁর মতে, তৃণমূল নয়, পশ্চিমবঙ্গে মমতার কাছেই হেরেছে বিজেপি। 

টাইম ম্যাগাজিনে ভূয়সী প্রশংসা করা হয়েছে সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনেওয়ালার। বলা হয়েছে, মহামারি এখনো শেষ হয়নি। কিন্তু পুনেওয়ালা মহামারি শেষ করার জন্য সময়োপযোগী কাজ করে চলেছেন।   

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর