হোম > বিশ্ব > ভারত

ভারতে গাড়ি চাপায় বিচারকের মৃত্যু, হত্যা বলে সন্দেহ 

প্রতিনিধি, কলকাতা

ভারতের ঝাড়খন্ড রাজ্যে প্রাতঃভ্রমণ কালে এক বিচারককে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে। প্রথমে ধারনা করা হয়েছিল দুর্ঘটনা। কিন্তু আজ ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝারখণ্ডের ধানবাদে গতকাল ভোরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে ছিলেন জেলা ও অতিরিক্ত বিচারক উত্তম আনন্দ। তাঁর বাড়ির কাছেই একটি টেম্পো গাড়ি তাঁকে ধাক্কা মারে। পরে স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিচারকের।

প্রাথমিক ভাবে দুর্ঘটনা মনে হলেও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ খুনের তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ সামাজিক গণমাধ্যমেও দেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট, গাড়িটি ফাঁকা রাস্তায় ইচ্ছাকৃতভাবে বাঁদিকে চেপে বিচারককে আঘাত করে পালিয়ে যায়। ধানবাদের পুলিশ সূত্রে খবর, ঘটনার কিছুক্ষণ আগে টেম্পোটি চুরি করা হয়েছিল।

এই ঘটনার খবর দিল্লিতে পৌঁছাতেই সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে। প্রধান বিচারপতি জানান, তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন ঝাড়খণ্ড হাইকোর্টের সঙ্গে। তবে এখনই সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাজকর্মে নাক গলাতে রাজি নন।

বিচারক হত্যার ঘটনায় আইনজীবী মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়। আইনজীবী বিকাশ সিং মন্তব্য করেন, এধরনের ঘটনা দেশের বিচার ব্যবস্থার ওপরই আক্রমণ।

জানা গেছে, বিচারক উত্তর আনন্দের এজলাসে বেশকিছু গুরুত্বপূর্ণ মামলা ছিল। সম্প্রতি তিনি মাদক মাফিয়াদের জামিন মঞ্জুর করতে অস্বীকারও করেন। তাই তাঁকে হত্যা করা হয়েছে বলে অনেকে মনে করেন।

 

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা