হোম > বিশ্ব > ভারত

ভারতে গাড়ি চাপায় বিচারকের মৃত্যু, হত্যা বলে সন্দেহ 

প্রতিনিধি, কলকাতা

ভারতের ঝাড়খন্ড রাজ্যে প্রাতঃভ্রমণ কালে এক বিচারককে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে। প্রথমে ধারনা করা হয়েছিল দুর্ঘটনা। কিন্তু আজ ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝারখণ্ডের ধানবাদে গতকাল ভোরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে ছিলেন জেলা ও অতিরিক্ত বিচারক উত্তম আনন্দ। তাঁর বাড়ির কাছেই একটি টেম্পো গাড়ি তাঁকে ধাক্কা মারে। পরে স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিচারকের।

প্রাথমিক ভাবে দুর্ঘটনা মনে হলেও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ খুনের তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ সামাজিক গণমাধ্যমেও দেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট, গাড়িটি ফাঁকা রাস্তায় ইচ্ছাকৃতভাবে বাঁদিকে চেপে বিচারককে আঘাত করে পালিয়ে যায়। ধানবাদের পুলিশ সূত্রে খবর, ঘটনার কিছুক্ষণ আগে টেম্পোটি চুরি করা হয়েছিল।

এই ঘটনার খবর দিল্লিতে পৌঁছাতেই সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে। প্রধান বিচারপতি জানান, তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন ঝাড়খণ্ড হাইকোর্টের সঙ্গে। তবে এখনই সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাজকর্মে নাক গলাতে রাজি নন।

বিচারক হত্যার ঘটনায় আইনজীবী মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়। আইনজীবী বিকাশ সিং মন্তব্য করেন, এধরনের ঘটনা দেশের বিচার ব্যবস্থার ওপরই আক্রমণ।

জানা গেছে, বিচারক উত্তর আনন্দের এজলাসে বেশকিছু গুরুত্বপূর্ণ মামলা ছিল। সম্প্রতি তিনি মাদক মাফিয়াদের জামিন মঞ্জুর করতে অস্বীকারও করেন। তাই তাঁকে হত্যা করা হয়েছে বলে অনেকে মনে করেন।

 

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর