হোম > বিশ্ব > ভারত

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় শীর্ষে উঠল বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় শীর্ষে উঠেছে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের পর এ দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ প্রতিবেশী দেশটি ভ্রমণ করেছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয় ছয় মাসের পর্যটনের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ২১ দশমিক ৫৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৭ দশমিক ৫৬ শতাংশ পর্যটক।

এই ছয় মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। 

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া পর্যটকের সংখ্যার শীর্ষ তালিকার অন্য দেশগুলো হল— যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার