হোম > বিশ্ব > ভারত

পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সরকারকে চিদাম্বরমের খোঁচা 

এবার পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সরকারকে খোঁচা দিয়ে মশকরা করলেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রোববার সাবেক এই মন্ত্রী রসিকতা করে আরও স্পাইওয়্যার কিনতে পরামর্শ (!) দিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাজেট দ্বিগুণ করে সরকার আরও স্পাইওয়্যার কিনতে পারে। 

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভারত সরকার ইসরায়েলের নিরাপত্তা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এনএসও-এর কাছ থেকে ফোনে আড়িপাতার সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার ক্রয়ের বিষয়টি ফাঁস করে। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের মন্ত্রী সাবেক জেনারেল ভিকে সিং নিউইয়র্ক টাইমসকে ‘সুপারি মিডিয়া’ বা ভাড়াটে গণমাধ্যম বলে উল্লেখ করেন। 

তারই জবাবে এক টুইটে চিদাম্বরম বলেন, ‘আমার সন্দেহ যে পত্রিকাটি ইতিহাসখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি, পেন্টাগন পেপারস উন্মোচনের সঙ্গে জড়িত তিনি (ভিকে সিং) সেই পত্রিকা সম্পর্কে সামান্যও অবগত নন। তিনি ইতিহাস না পড়তে পারলে অন্তত সিনেমা দেখলেও তো এসব জানতে পারতেন।’ 

এর আগে গত শুক্রবার পেগাসাস নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করার পর নতুন করে আলোচনায় এসেছে নজরদারির এই সফটওয়্যার। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যকার প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তির বিষয়টি, যার কেন্দ্রে ছিল পেগাসাস। ওই প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক অস্ত্র ও নজরদারির সামগ্রী কিনতে ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয়। এ চুক্তির ‘কেন্দ্রবিন্দু’ ছিল পেগাসাস ও একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা। 

মোবাইল ফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হওয়ার পর ভারতজুড়ে শুরু হয় বিতর্ক। গোপনীয়তা রক্ষা-সংক্রান্ত উদ্বেগ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। শেষ পর্যন্ত যা গড়ায় আদালত পর্যন্ত। দেশটিতে নজরদারির জন্য ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের ‘কথিত’ ব্যবহারের ঘটনা তদন্তের জন্য ২০২১ সালের অক্টোবরে ৩ সদস্যের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বিষয়টি এখনো বিচারাধীন। 

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা