হোম > বিশ্ব > ভারত

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত এক বিতর্কিত মানচিত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের কাছে এমন খবর আছে যে ‘সালতানাত-ই-বাংলা’ নামে একটি গোষ্ঠী ওই মানচিত্র প্রকাশ করেছে। এতে ভারতের কিছু অংশ ‘বৃহত্তর বাংলাদেশের’ অংশ হিসেবে দেখানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জয়শঙ্কর বলেছেন, তুরস্কের একটি এনজিও ‘তুর্কি ইয়ুথ ফেডারেশন’ সালতানাত-ই-বাংলা নামের গোষ্ঠীকে সমর্থন করে। তিনি জানান, এই মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেখানো হয়েছিল।

তবে জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশের ফ্যাক্ট-চেক প্ল্যাটফর্ম ‘বাংলা ফ্যাক্ট’ জানিয়েছে, সালতানাত-ই-বাংলা নামের কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায়নি।

বাংলা ফ্যাক্ট জানিয়েছে, যে মানচিত্রটি নিয়ে বিতর্ক হয়েছে, সেটি আসলে ইতিহাসভিত্তিক একটি প্রদর্শনীতে দেখানো হয়েছিল। পুরোনো বাংলা সালতানাতের সময়কার মানচিত্র নিয়ে এই প্রদর্শনী হয়েছিল ২০২৫ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখে। আয়োজকেরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাঁদের কোনো বিদেশি রাজনৈতিক সংস্থার সঙ্গে যোগাযোগ নেই।

জয়শঙ্কর আরও বলেন, ‘ভারতের জাতীয় স্বার্থের বিষয়গুলো নিয়ে ভারত সরকার সব সময়ই সচেতন। যেকোনো ঘটনায় যদি ভারতের নিরাপত্তার ওপর প্রভাব পড়ে, তাহলে সরকার সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত