ইসরায়েলকে টপকে ভারতে চালু হলো বিশ্বের বৃহত্তম হীরার বাজার। আজ রোববার গুজরাটে ‘সুরাট ডায়মন্ড বোর্স’ নামে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিশ্বে হীরা ব্যবসার সবচেয়ে বড় ও আধুনিক কেন্দ্র এটি। কাঁচা ও পালিশ করা হীরার পাশাপাশি গয়নাও বেচাকেনা হবে এখানে। এই কেন্দ্রে থাকবে আমদানি-রপ্তানির জন্য একটি অত্যাধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’; খুচরা গয়না ব্যবসার জন্য বাজার; আন্তর্জাতিক ব্যাংকিং এবং নিরাপদ ভল্টের সুবিধা।
১৯৩৭ সালে স্থাপিত ইসরায়েলের রামাত-জান এলাকায় স্থাপিত ডায়মন্ড ক্লাব সবচেয়ে বড় ও পেশাদার বাজার ছিল এত দিন।
এদিন মোদি সুরাট বিমানবন্দর উদ্বোধন করেন। তিনি বারানসির কাটিং মেমোরিয়াল স্কুল মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নেন। এ ছাড়া আজ তিনি ১৯ হাজার ১৫০ কোটি রুপি মূল্যের বহুমুখী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।