হোম > বিশ্ব > ভারত

মহিষ দুধ দিচ্ছে না বলে পুলিশে অভিযোগ দিলেন কৃষক

দুধ দিচ্ছে না বলে মহিষ নিয়ে সোজা পুলিশ স্টেশনে হাজির এক কৃষক। কোনো কথা না শুনে লিখিত অভিযোগ দিয়ে তবেই তিনি ফিরেছেন। তাঁর অভিযোগ, এই মহিষকে কেউ বাণ মরেছে। তাই এটি আর দুধ দিতে রাজি হচ্ছে না। 

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভিন্দ জেলায়। 

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল শনিবার এক কৃষক নয়াগাঁও পুলিশ স্টেশনে গিয়ে ঘটনা বর্ণনা করে সাহায্য চাচ্ছেন। 

পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অরবিন্দ শাহ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বাবুলাল জাতব (৪৫) নামে ওই কৃষক শনিবার পুলিশ স্টেশনে এসে অভিযোগ করেন, তাঁর মহিষটি গত কয়েক দিন ধরে দুধ দিতে রাজি হচ্ছে না। মহিষটি দুধ দুইতেই দিচ্ছে না। 

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের কিছু মানুষ তাঁকে বুঝিয়েছেন যে, তাঁর মহিষকে বাণ মারা হয়েছে। এর প্রভাবেই দুধ দিচ্ছে না। লিখিত অভিযোগ দেওয়ার পর গ্রামে ফিরে গিয়ে চার ঘণ্টা পর ফিরে এসে আবার পুলিশের সহায়তা চান ওই কৃষক। 

পুলিশ কর্মকর্তা শাহ বলেন, আমি ওই পুলিশ স্টেশনের ইনচার্জকে বলেছি, তিনি যেন ওই গ্রামবাসীকে পশুচিকিৎসকের সহায়তা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন। আজ ওই কৃষক আবার পুলিশ স্টেশনে এসেছিলেন। তিনি বলেছেন, আজ সকাল থেকে তাঁর মহিষ দুধ দিচ্ছে!

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে