হোম > বিশ্ব > ভারত

মহিষ দুধ দিচ্ছে না বলে পুলিশে অভিযোগ দিলেন কৃষক

দুধ দিচ্ছে না বলে মহিষ নিয়ে সোজা পুলিশ স্টেশনে হাজির এক কৃষক। কোনো কথা না শুনে লিখিত অভিযোগ দিয়ে তবেই তিনি ফিরেছেন। তাঁর অভিযোগ, এই মহিষকে কেউ বাণ মরেছে। তাই এটি আর দুধ দিতে রাজি হচ্ছে না। 

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভিন্দ জেলায়। 

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল শনিবার এক কৃষক নয়াগাঁও পুলিশ স্টেশনে গিয়ে ঘটনা বর্ণনা করে সাহায্য চাচ্ছেন। 

পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অরবিন্দ শাহ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বাবুলাল জাতব (৪৫) নামে ওই কৃষক শনিবার পুলিশ স্টেশনে এসে অভিযোগ করেন, তাঁর মহিষটি গত কয়েক দিন ধরে দুধ দিতে রাজি হচ্ছে না। মহিষটি দুধ দুইতেই দিচ্ছে না। 

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের কিছু মানুষ তাঁকে বুঝিয়েছেন যে, তাঁর মহিষকে বাণ মারা হয়েছে। এর প্রভাবেই দুধ দিচ্ছে না। লিখিত অভিযোগ দেওয়ার পর গ্রামে ফিরে গিয়ে চার ঘণ্টা পর ফিরে এসে আবার পুলিশের সহায়তা চান ওই কৃষক। 

পুলিশ কর্মকর্তা শাহ বলেন, আমি ওই পুলিশ স্টেশনের ইনচার্জকে বলেছি, তিনি যেন ওই গ্রামবাসীকে পশুচিকিৎসকের সহায়তা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন। আজ ওই কৃষক আবার পুলিশ স্টেশনে এসেছিলেন। তিনি বলেছেন, আজ সকাল থেকে তাঁর মহিষ দুধ দিচ্ছে!

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার