ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড হামলায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ রোববার এই হামলা চালানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এএনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যস্ত বাজারে ব্যাপক ভিড়ের মধ্যে হামলা চালানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলাবাহিনী।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট বার্তায় বলেন, আমি জোরালো ভাষায় এই শোচনীয় হামলার নিন্দা জানাই। নিহতেরা জান্নাতবাসী হোক এবং আহতরা সম্পূর্ণ দ্রুত সুস্থ হয়ে উঠুক।