হোম > বিশ্ব > ভারত

ভারতে জন্মসনদে এবার উল্লেখ থাকতে হবে মা-বাবার ধর্ম 

কলকাতা সংবাদদাতা 

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশে এখন থেকে দেশটিতে জন্মানো যেকোনো শিশুর জন্মসনদে উল্লেখ থাকতে হবে মা-বাবার ধর্ম। এত দিন নবজাতকের জন্মসনদে শুধু পরিবারের ধর্মের কথা উল্লেখ থাকত। এখন থেকে তা আর নয়। 

নবজাতকের জন্মসনদে এত দিন শুধু ‘পরিবারের ধর্ম’ উল্লেখ করলেই চলত। তবে এখন থেকে মা-বাবা আলাদা আলাদা ধর্মের হলে শিশুর জন্মসনদে ভিন্ন ধর্মের কথা উল্লেখ থাকতে হবে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, ঘুরপথে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির জন্যই কোমর বাঁধছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে বলেছেন, ‘এই নয়া ফরমান খুবই ক্ষতিকর। মোদি সরকার গোপনে নাগরিকত্বের সঙ্গে ধর্মের যোগ ঘটাতে চলেছে।’ 

তাঁর সাফ কথা, সিএএ চালুর পর নরেন্দ্র মোদি সরকার যে এনআরসির পথে হাঁটতে চলেছে, এটা তার আরও একটি ইঙ্গিত। রাজনৈতিক মহল অবশ্য বিষয়টিকে ‘লাভ জেহাদ’ চিহ্নিতকরণের চেষ্টা হিসেবেও দেখছে। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জন্ম-মৃত্যু উভয় ক্ষেত্রেই জাতীয় স্তরে একটি ডেটাবেইস তৈরি করা হবে। সেই তথ্য কাজে লাগানো হবে সম্পত্তি রেজিস্ট্রেশন, আধার, রেশন কার্ড, ভোটার তালিকা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারসহ (এনপিআর) বিভিন্ন জায়গায়। 

সে জন্যই গত বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষে রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস (সংশোধিত) বিল-২০২৩ পাস করিয়েছে মোদি সরকার। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে জন্মসনদকে একমাত্র নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গত বছরের অক্টোবরেই। 

তবে এবার শিশুর জন্মসনদে মা-বাবার ধর্মের উল্লেখ-সংক্রান্ত নিয়মটি প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। 

তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সাকেত গোখলে এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, সিএএ নিয়ে মোদি সরকারের মিথ্যা আর গোপন থাকছে না। এর নেপথ্যের লক্ষ্য হলো এনআরসি আনা এবং ভারতের নাগরিকত্বকে ধর্মভিত্তিক করে তোলা। সিএএ নিয়ে নরেন্দ্র মোদি সরকারের ক্ষতিকর ও অশুভ উদ্দেশ্য পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি সাকেত গোখলের।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত