হোম > বিশ্ব > ভারত

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

দিল্লিতে স্ত্রীর সঙ্গে ধরা পড়ার পর এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, নিহত ২১ বছর বয়সী ঋত্বিক ভার্মাকে একাধিক ব্যক্তি মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানী শহরের শাস্ত্রী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) রাকেশ পাওয়ারিয়া জানান, সোমবার সকাল প্রায় ১১টার দিকে ঋত্বিক ভার্মাকে ওই নারীর বাড়িতে নারীটির সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া হয়। তখন নারীটির স্বামী তাঁদের দুজনকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, আহত ব্যক্তিকে তাঁর আত্মীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।

মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার।

নিহত ঋত্বিকের চাচা বন্টি জানান, ঋত্বিককে নির্মমভাবে মারধর করেছেন ওই নারীর স্বামী। তিনি আরও বলেন, ‘তাঁরা ঋত্বিকের নখ তুলে ফেলেছে। তাঁকে ভয়ংকরভাবে নির্যাতন করেছে। তাঁর শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।’

ঋত্বিককে একাধিক ব্যক্তি নির্মমভাবে মারধর করেছে বলে জানান এক প্রতিবেশী। তিনি আরও জানান, বাবা–মায়ের একমাত্র সন্তান ঋত্বিক পেশায় টেম্পোচালক ছিলেন।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা