হোম > বিশ্ব > ভারত

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

দিল্লিতে স্ত্রীর সঙ্গে ধরা পড়ার পর এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, নিহত ২১ বছর বয়সী ঋত্বিক ভার্মাকে একাধিক ব্যক্তি মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানী শহরের শাস্ত্রী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) রাকেশ পাওয়ারিয়া জানান, সোমবার সকাল প্রায় ১১টার দিকে ঋত্বিক ভার্মাকে ওই নারীর বাড়িতে নারীটির সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া হয়। তখন নারীটির স্বামী তাঁদের দুজনকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, আহত ব্যক্তিকে তাঁর আত্মীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।

মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার।

নিহত ঋত্বিকের চাচা বন্টি জানান, ঋত্বিককে নির্মমভাবে মারধর করেছেন ওই নারীর স্বামী। তিনি আরও বলেন, ‘তাঁরা ঋত্বিকের নখ তুলে ফেলেছে। তাঁকে ভয়ংকরভাবে নির্যাতন করেছে। তাঁর শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।’

ঋত্বিককে একাধিক ব্যক্তি নির্মমভাবে মারধর করেছে বলে জানান এক প্রতিবেশী। তিনি আরও জানান, বাবা–মায়ের একমাত্র সন্তান ঋত্বিক পেশায় টেম্পোচালক ছিলেন।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার