হোম > বিশ্ব > ভারত

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

দিল্লিতে স্ত্রীর সঙ্গে ধরা পড়ার পর এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, নিহত ২১ বছর বয়সী ঋত্বিক ভার্মাকে একাধিক ব্যক্তি মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানী শহরের শাস্ত্রী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) রাকেশ পাওয়ারিয়া জানান, সোমবার সকাল প্রায় ১১টার দিকে ঋত্বিক ভার্মাকে ওই নারীর বাড়িতে নারীটির সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া হয়। তখন নারীটির স্বামী তাঁদের দুজনকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, আহত ব্যক্তিকে তাঁর আত্মীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।

মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার।

নিহত ঋত্বিকের চাচা বন্টি জানান, ঋত্বিককে নির্মমভাবে মারধর করেছেন ওই নারীর স্বামী। তিনি আরও বলেন, ‘তাঁরা ঋত্বিকের নখ তুলে ফেলেছে। তাঁকে ভয়ংকরভাবে নির্যাতন করেছে। তাঁর শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।’

ঋত্বিককে একাধিক ব্যক্তি নির্মমভাবে মারধর করেছে বলে জানান এক প্রতিবেশী। তিনি আরও জানান, বাবা–মায়ের একমাত্র সন্তান ঋত্বিক পেশায় টেম্পোচালক ছিলেন।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি