হোম > বিশ্ব > ভারত

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

দিল্লিতে স্ত্রীর সঙ্গে ধরা পড়ার পর এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, নিহত ২১ বছর বয়সী ঋত্বিক ভার্মাকে একাধিক ব্যক্তি মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানী শহরের শাস্ত্রী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) রাকেশ পাওয়ারিয়া জানান, সোমবার সকাল প্রায় ১১টার দিকে ঋত্বিক ভার্মাকে ওই নারীর বাড়িতে নারীটির সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া হয়। তখন নারীটির স্বামী তাঁদের দুজনকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, আহত ব্যক্তিকে তাঁর আত্মীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।

মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার।

নিহত ঋত্বিকের চাচা বন্টি জানান, ঋত্বিককে নির্মমভাবে মারধর করেছেন ওই নারীর স্বামী। তিনি আরও বলেন, ‘তাঁরা ঋত্বিকের নখ তুলে ফেলেছে। তাঁকে ভয়ংকরভাবে নির্যাতন করেছে। তাঁর শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।’

ঋত্বিককে একাধিক ব্যক্তি নির্মমভাবে মারধর করেছে বলে জানান এক প্রতিবেশী। তিনি আরও জানান, বাবা–মায়ের একমাত্র সন্তান ঋত্বিক পেশায় টেম্পোচালক ছিলেন।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি