হোম > বিশ্ব > ভারত

নিজেকে ‘গর্বিত হিন্দু’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজেকে গর্বিত হিন্দু বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, তিনি গর্বিত হিন্দু। এর মানে হলো, তিনি সব সময়ই ভারতের জনগণের সঙ্গে যুক্ত থাকবেন। আজ রোববার স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে তাঁর এই মন্তব্য ও মন্দির পরিদর্শনের ছবি প্রকাশ করে দিল্লির ব্রিটিশ হাইকমিশন। 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসেন ঋষি সুনাক। আজ সম্মেলনের শেষ দিনে তিনি এবং অন্যান্য নেতা যান ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। তাঁর আগে আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে ঋষি সুনাক ও তাঁর স্ত্রী যান অক্ষরধাম পরিদর্শনে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরে তিনি পূজা সম্পন্ন করেন এবং অভিষেকসহ (দেব-দেবীর মাথায় পানি ঢালা) অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করেন। পরে সেখানে তিনি কথা বলার সময় বলেন, ‘আমি আমার ভারতীয় পরিচয় এবং ভারতের মানুষের সঙ্গে আমার সংযোগের জন্য ব্যাপকভাবে গর্বিত।’ 

এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি একজন গর্বিত হিন্দু। এর মানে হলো, তিনি সব সময়ই ভারতের জনগণের সঙ্গে যুক্ত থাকবেন। ঋষি সুনাকের এই মন্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করে দিল্লির ব্রিটিশ হাইকমিশন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে