হোম > বিশ্ব > ভারত

নিজেকে ‘গর্বিত হিন্দু’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজেকে গর্বিত হিন্দু বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, তিনি গর্বিত হিন্দু। এর মানে হলো, তিনি সব সময়ই ভারতের জনগণের সঙ্গে যুক্ত থাকবেন। আজ রোববার স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে তাঁর এই মন্তব্য ও মন্দির পরিদর্শনের ছবি প্রকাশ করে দিল্লির ব্রিটিশ হাইকমিশন। 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসেন ঋষি সুনাক। আজ সম্মেলনের শেষ দিনে তিনি এবং অন্যান্য নেতা যান ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। তাঁর আগে আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে ঋষি সুনাক ও তাঁর স্ত্রী যান অক্ষরধাম পরিদর্শনে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরে তিনি পূজা সম্পন্ন করেন এবং অভিষেকসহ (দেব-দেবীর মাথায় পানি ঢালা) অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করেন। পরে সেখানে তিনি কথা বলার সময় বলেন, ‘আমি আমার ভারতীয় পরিচয় এবং ভারতের মানুষের সঙ্গে আমার সংযোগের জন্য ব্যাপকভাবে গর্বিত।’ 

এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি একজন গর্বিত হিন্দু। এর মানে হলো, তিনি সব সময়ই ভারতের জনগণের সঙ্গে যুক্ত থাকবেন। ঋষি সুনাকের এই মন্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করে দিল্লির ব্রিটিশ হাইকমিশন।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর