হোম > বিশ্ব > ভারত

সীমান্তে এবার ভারতীয়কেই গুলি করল বিএসএফ

ফাইল ছবি

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এক ভারতীয়। গতকাল মঙ্গলবার ভারত ফেরার সময় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ তাঁকে গুলি করেছে। বিএসএফ কর্মকর্তাদের মতে, আকতার জামাল রনি নামে ওই ব্যক্তি গত সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন।

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে, রনির সঙ্গে এক নারীও ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে তাঁদের বাংলাদেশ দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আসতে দেখে। কর্মকর্তাদের বারবার সতর্কবার্তা সত্ত্বেও তাঁরা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এমনকি তাঁরা একজন নিরাপত্তারক্ষীর পাম্প অ্যাকশন গান (পিএজি) কেড়ে নেওয়ারও চেষ্টা করেন বলে কর্মকর্তারা দাবি করেন।

বিএসএফের দাবি, আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এওপি) অনুসরণ করে, এক নিরাপত্তা রক্ষী তাঁদের দিকে একটি গুলি ছোড়েন।

পুরুষটি আহত হলেও, ওই নারী একটি পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হন। আহত ব্যক্তিকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানায়, এই দু’জন পশ্চিমবঙ্গের পুটিয়া গ্রামের বাসিন্দা।

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক