হোম > বিশ্ব > ভারত

হিমালয় অঞ্চলের ভূমিকম্পে কাঁপল ভারতও

কলকাতা সংবাদদাতা

ফাইল ছবি

বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।

বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।

মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়িসহ উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি, বিহারের বিভিন্ন এলাকায়। মোট পাঁচটি দেশে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনও কেঁপে ওঠে এই ভূমিকম্পে।

আজ মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। নেপাল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কম্পনের তীব্রতা কমেছে। সকাল ৭টা ২ মিনিট নাগাদ নেপালে আফটার শক অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। কলকাতায় ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ।

বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। চিনে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি এবং বিহারের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি