হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৭৯ শতাংশে বেড়া দিয়েছে ভারত

ফাইল ছবি

বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঢেকে দিয়েছে ভারত। বাকি অংশে বেড়া দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই। গতকাল মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান তিনি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তি, সীমিত কাজের সময় এবং ভূমিধস বা জলাভূমি এলাকাসহ বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সরকার সীমান্ত নিরাপত্তাব্যবস্থা, যার মধ্যে বেড়া নির্মাণও অন্তর্ভুক্ত, বাস্তবায়নের ক্ষেত্রে সব প্রোটোকল ও চুক্তি মেনে চলবে বলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। দুই দেশের সরকার এবং বিএসএফ ও বিজিবির মধ্যে এসব বিষয়ে চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, ভারত সরকার প্রত্যাশা করছে, বাংলাদেশ পূর্বের সব সমঝোতা কার্যকর করবে এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। বাংলাদেশ সরকারকে এটি জানানো হয়েছে।

এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের এখনো প্রায় ৮৬৪ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ বাকি রয়েছে। এর মধ্যে ১৭৪.৫ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ করায় সমস্যা রয়েছে। এসব এলাকায় জমি অধিগ্রহণ ও ভূমিধস সমস্যা এবং কিছু এলাকায় জলাভূমি রয়েছে।

এর আগে জানুয়ারি মাসের মাঝামাঝিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা নিয়ে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভারতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট-পাথর নিক্ষেপ করে। চার বাংলাদেশি আহত হয়। এরপর বিজিবি-বিএসএফ বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর