হোম > বিশ্ব > ভারত

কুকুর ঘেউ ঘেউ করছিল, তাই কুকুরের মালিককেই হত্যা করল কিশোর

পোষা কুকুরের ক্রমাগত ঘেউ ঘেউ সহ্য করতে না পেরে কুকুরের মালিককে হত্যা করেছে ভারতের ১৭ বছর বয়সী এক কিশোর। ভারতীয় পুলিশ জানিয়েছে, দিল্লির নাজাফগড়ে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বয়স ছিল ৮৫ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার নাজাফগড়ের নাঙ্গলি ডেইরি এলাকায় একটি কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করছিল। কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে বিরক্ত হয়ে এক কিশোর ওই কুকুরটিকে মালিকের উপস্থিতিতেই মারধর শুরু করে। এ নিয়ে অভিযুক্ত কিশোরের সঙ্গে ঝগড়া শুরু হয় কুকুরের মালিক অশোক কুমারের। ঝগড়ার একপর্যায়ে লোহার রড দিয়ে বৃদ্ধ অশোক কুমারকে আঘাত করে ওই কিশোর। 

অশোক কুমারের স্ত্রী মীনা পুলিশকে বলেন, ‘আমার স্বামী কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। কিন্তু ওই ক্ষুব্ধ কিশোর তাঁকে আক্রমণ করে বসে। এমনকি আমাদের বাড়ির ভেতরে ঢুকে সে মারধর করতে থাকে।’ 

পুলিশ জানিয়েছে, হামলার পর অশোক কুমার অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত রোববার তিনি মারা যান। 

অশোক কুমারের স্ত্রী মীনা একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা