হোম > বিশ্ব > ভারত

গুজরাটে মোদিকে চ্যালেঞ্জ জানালেন কেজরিওয়াল

কলকাতা প্রতিনিধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে প্রচারে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস নয়, এএপির মোকাবিলা করতে হবে বিজেপিকে। এএপি সহজে লড়াইয়ের ময়দান ছাড়বে না বলেও হুমকি দেন তিনি। 

অরবিন্দ কেজরিওয়াল জানান, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্যে হারতে ভয় পাচ্ছে। জনগণ বিজেপির গুন্ডামিতে রাগান্বিত হয়ে আছে। তবে বিজেপি কেজরিওয়ালের এই হুংকারকে গুরুত্ব দিতে নারাজ। আর কংগ্রেস এএপির এই হুংকারকে কটাক্ষ করে বলেছে, বিজেপির সুবিধা করে দিতেই এএপি গুজরাটে অতি সক্রিয়তা দেখাচ্ছে। 

চলতি বছরেই গুজরাটে বিধানসভা নির্বাচন। পাঞ্জাবে ক্ষমতা দখলের পর এএপি এখন পাখির চোখ করেছে মোদি-অমিত শাহের রাজ্য গুজরাটকে। শনিবার গুজরাটে প্রচারে গিয়ে এএপির প্রধান বলেন, ‘বিজেপির ক্রমবর্ধমান গুন্ডামিতে মানুষ বিজেপির ওপর রাগান্বিত। তাই এএপিকে আটকানোর চেষ্টা চলছে।’ রাজকোটের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বিজেপি গণমাধ্যমকে বলেছে এএপিকে বয়কট করার জন্য। আমরা তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছি। বিজেপি নেতাদের মনে রাখা উচিত, তাদের এএপির সঙ্গে লড়তে হবে, কংগ্রেস নয়।’ 

বিজেপির হিন্দুত্ববাদ নিয়েও দলটিকে একহাত নেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর মতে, ‘বিজেপি হিংসায় বিশ্বাসী। কিন্তু হিন্দু ধর্ম হিংসাকে প্রশ্রয় দেয় না।’ আর এ কারণেই বিজেপির ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে গুজরাটে সরকার গঠনের বিষয়ে আশাবাদী কেজরিওয়াল। 

এএপির আরেক নেতা ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দাবি, আগামী লোকসভা নির্বাচনে মোদীর সঙ্গে টক্কর দেবেন কেজরিওয়াল। তবে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা কটাক্ষ করে বলেছেন, ‘দুর্নীতির অভিযোগ থেকে নিজেদের আড়াল করতে লম্ফঝম্ফ শুরু করেছে এএপি।’ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতে, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মতো এএপিও কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করার কৌশল নিয়েছে।’ 

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা