হোম > বিশ্ব > ভারত

বিশ্বসেরার পুরস্কার জিতল ভারতীয় হুইস্কি

এবারের ‘হুইস্কিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’-এর সেরা পুরস্কার জিতে নিয়েছে ভারতের ইন্দ্রি দিওয়ালি কালেক্টরের ২০২৩ সংস্করণ। এই পুরস্কারকে দেশের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। 

আজ সোমবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার জয়ী ভারতীয় হুইস্কিটি স্কচ, বারবন, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ অনেক ব্র্যান্ডকেই টেক্কা দিয়ে প্রথম হয়েছে। গম ও বার্লি থেকে উৎপন্ন স্মোকি ফ্লেভারের ওই হুইস্কিটি ভারতের হারিয়ানা রাজ্যে অবস্থিত পিকাডিলি ডিসটিলারিজের একটি পণ্য। হুইস্কি শিল্পে এই কোম্পানি পণ্যের মান ধরে রাখার পাশাপাশি অনেক নতুনত্বের জন্ম দিচ্ছে। 

ইন্দ্রি হুইস্কি ছয় সারি বার্লি এবং যমুনা নদী থেকে বরফগলা পরিষ্কার পানি দিয়ে তৈরি করা হয় এবং পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতে তৈরি ঐতিহ্যবাহী একটি তামার পাত্রে পাতিত হয়। এর অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে—ধোঁয়া, মিছরিযুক্ত শুকনো ফল, টোস্ট করা বাদাম, হালকা মসলা, ওক এবং বিটারসুইট চকলেট। 

আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশে ইন্দ্রি হুইস্কি পাওয়া যাবে। পানীয়টি ইতিমধ্যেই ভারতের ১৯টি রাজ্য এবং ১৭টি দেশে পাওয়া যাচ্ছে। 

দ্য হুইস্কিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস প্রতিবছরই অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে বিশ্বের নামকরা পানীয় কোম্পানিগুলো তাদের নিত্যনতুন পণ্য নিয়ে আসে। পরে মোট নম্বর ১০০ ধরে সুগন্ধ, স্বাদ ও ফিনিশের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পানীয়গুলোর রেটিং করা হয়।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা