হোম > বিশ্ব > ভারত

মোদির পদযাত্রার দিন থেকে কলকাতায় ১৪৪ ধারা জারি, বহাল দুই মাস

পশ্চিমবঙ্গের কলকাতা আগামী মঙ্গলবার (২৮ মে) থেকে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার এ–সংক্রান্ত এক নোটিশ জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিকে ২৮ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় রোড শো করার কথা রয়েছে।

কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, ‘হিংসাত্মক কর্মসূচির ছক’ চলছে কলকাতায়। যার জেরে উত্তপ্ত হয়ে উঠতে পারে বউবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকাগুলো। গন্ডগোল হতে পারে ধর্মতলা চত্বরেও। তাই এই দুই মাস কলকাতার এসব রাস্তায় পাঁচজন বা তার থেকে বেশি লোক জড়ো করা যাবে না বলেও সেই নোটিশে জানানো হয়েছে।

জারি করা নোটিশে বলা হয়েছে, ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত কলকাতায় ১৪৪ ধারা জারি থাকবে। যার ফলে কলকাতার রাস্তায় কোনো মিটিং, মিছিল, রোড শো বা অন্য কোনো জমায়েত করা যাবে না, ধরনাতেও বসা যাবে না। এমনকি, পাঁচজন বা তার থেকে বেশি মানুষ জমায়েত করলেই ব্যবস্থা নেবে পুলিশ।

এদিকে, যেদিন থেকে কলকাতায় ১৪৪ ধারা জারি হচ্ছে, ওই একই দিনে কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিজেপি সূত্রে জানা গেছে, এরই মধ্যেই রোড শো কোন পথে যাবে, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা চূড়ান্ত করে ফেলেছে রাজ্য বিজেপি। মোদির নিরাপত্তাসহ অন্যান্য দিক খতিয়ে দেখেই ঠিক হয়েছে যাত্রাপথ। শেষ মুহূর্তে কোনো রদবদল না হলে মঙ্গলবার (২৮ মে) স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে মোদির রোড শো শুরু হবে এবং শেষ হবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে।

সূত্রটি আরও জানায়, উত্তর কলকাতায় বিধান সরণি এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলের কাছেই স্বামী বিবেকানন্দের জন্মভিটে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শুরু হবে মোদির যাত্রা। এরপরে বিধান সরণি দিয়েই মোদির রোড শো এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে। ডান দিকে হেদুয়া পার্ক, বাঁদিকে বেথুন কলেজ এবং স্কুলকে রেখে এগিয়ে যাবেন মোদি। এখানে ডান দিকে অভেদানন্দ রোড ধরে একটু গেলেই আরএসএসের রাজ্য সদর দপ্তর। তবে সেদিকে যাবে না মোদির রোড শো। বিধান সরণি ধরে সোজা এগিয়ে যাবে স্টার থিয়েটারের দিকে। হাতিবাগান হয়ে ৫ নম্বর রুটের ট্রামলাইন ধরে সোজা শ্যামবাজার।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’