হোম > বিশ্ব > ভারত

সম্মতির যৌন সম্পর্ক তিক্ত হলেই ধর্ষণের মামলা করার প্রবণতা উদ্বেগজনক: ভারতের সুপ্রিম কোর্ট

ছবি: ভারতের সুপ্রিম কোর্ট

সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিচারপতি বিবি নাগরত্ন ও এন কোটীশ্বর সিংয়ের বেঞ্চে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী এক পুরুষের পক্ষে আপিল আবেদন শুনানি হয়। সম্মতির ভিত্তিতে ৯ বছরের সম্পর্কের অবসানের তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন সঙ্গী নারী। আদালত তাঁর আবেদন গ্রহণ করে ওই মামলার এজাহার খারিজের আদেশ দেন।

আবেদনের শুনানি শেষে আদালত বলেন, অধিকাংশ মামলার ক্ষেত্রে দেখা যায়, দুজনের সম্মতিতে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন। কিন্তু যখন সম্পর্ক খারাপ হয়, তখন নারী সঙ্গী পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে বিষয়টিকে ‘অপরাধমূলক হিসেবে দেখানোর চেষ্টা করেন’। কিন্তু দীর্ঘমেয়াদী শারীরিক সম্পর্কের সময় নারী সঙ্গীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিয়ের দাবি না থাকা ‘সম্মতিসূচক সম্পর্কেরই’ সাক্ষ্য দেয়।

‘সম্মতিসূচক সম্পর্ক’ ও ‘মিথ্যা বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্কের’ মধ্যে পার্থক্য করার উপর জোর দিয়ে আদালত বলেন, বিয়ের প্রতিশ্রুতি ছাড়াও ব্যক্তিগত আবেগ বা অন্য কোনো কারণেও নারী পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে শারীরিক সম্পর্কে দুটি প্রেক্ষাপট সৃষ্টি হয়। একটিতে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সম্পর্ক যা অপরাধমূলক নয়। অন্যটি মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্ক, যা প্রতারণাপ্রসূত এবং দণ্ডযোগ্য অপরাধ।

ভুক্তভোগী ওই ব্যক্তি এর আগে বোম্বে হাই কোর্টে আবেদন করলেও সেটা খারিজ হয়েছে। তিনি তখন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সেই আপিল শুনে গতকাল আদালত তাঁর পক্ষে রায় দেন।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা