হোম > বিশ্ব > ভারত

সম্মতির যৌন সম্পর্ক তিক্ত হলেই ধর্ষণের মামলা করার প্রবণতা উদ্বেগজনক: ভারতের সুপ্রিম কোর্ট

ছবি: ভারতের সুপ্রিম কোর্ট

সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিচারপতি বিবি নাগরত্ন ও এন কোটীশ্বর সিংয়ের বেঞ্চে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী এক পুরুষের পক্ষে আপিল আবেদন শুনানি হয়। সম্মতির ভিত্তিতে ৯ বছরের সম্পর্কের অবসানের তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন সঙ্গী নারী। আদালত তাঁর আবেদন গ্রহণ করে ওই মামলার এজাহার খারিজের আদেশ দেন।

আবেদনের শুনানি শেষে আদালত বলেন, অধিকাংশ মামলার ক্ষেত্রে দেখা যায়, দুজনের সম্মতিতে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন। কিন্তু যখন সম্পর্ক খারাপ হয়, তখন নারী সঙ্গী পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে বিষয়টিকে ‘অপরাধমূলক হিসেবে দেখানোর চেষ্টা করেন’। কিন্তু দীর্ঘমেয়াদী শারীরিক সম্পর্কের সময় নারী সঙ্গীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিয়ের দাবি না থাকা ‘সম্মতিসূচক সম্পর্কেরই’ সাক্ষ্য দেয়।

‘সম্মতিসূচক সম্পর্ক’ ও ‘মিথ্যা বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্কের’ মধ্যে পার্থক্য করার উপর জোর দিয়ে আদালত বলেন, বিয়ের প্রতিশ্রুতি ছাড়াও ব্যক্তিগত আবেগ বা অন্য কোনো কারণেও নারী পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে শারীরিক সম্পর্কে দুটি প্রেক্ষাপট সৃষ্টি হয়। একটিতে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সম্পর্ক যা অপরাধমূলক নয়। অন্যটি মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্ক, যা প্রতারণাপ্রসূত এবং দণ্ডযোগ্য অপরাধ।

ভুক্তভোগী ওই ব্যক্তি এর আগে বোম্বে হাই কোর্টে আবেদন করলেও সেটা খারিজ হয়েছে। তিনি তখন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সেই আপিল শুনে গতকাল আদালত তাঁর পক্ষে রায় দেন।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি