হোম > বিশ্ব > ভারত

সোনিয়ার পর এবার করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধীও

কলকাতা প্রতিনিধি

এবার করোনায় আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী ও দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। গত বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও করোনাভাইরাসে আক্রান্ত হন। এদিক ভারতজুড়ে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দেশটির অন্যতম রাজ্য মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজ্যটিতে নতুন করে মাস্ক পরার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এক টুইটে প্রিয়াঙ্কা নিজেই তাঁর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি শেয়ার করে লিখেছেন, ‘বেশ কিছু ছোটখাটো লক্ষণসহ কোভিডে আক্রান্ত হয়েছি। সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করছি এবং নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছি। নিকট অতীতে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রতি অনুরোধ তাঁরা দয়া করে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবেন।’ 

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। কোভিডে নতুন করে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও কেরালায় সবচেয়ে বেশি। দুটি রাজ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজারেরও বেশি ছাড়িয়েছে। 

অন্যদিকে নিহতদের মধ্যে ছয়জনই কেরালার। বাকি একজন মহারাষ্ট্রের, একজন নাগাল্যান্ডের এবং দুজন দিল্লির। 

বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে ৫৭, অসমে ৩ এবং মিজোরামে ২০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। ত্রিপুরা ও মেঘালয়ে অবশ্য কোভিডে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। 

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর