হোম > বিশ্ব > ভারত

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতকে আইএমএফের অনুরোধ 

চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতকে অনুরোধ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দীর্ঘদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বাড়বে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারত সরকার গত ২০ জুলাই অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং খুচরা বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে বাসমতি ছাড়া অন্য প্রজাতির চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ধরনের চাল ভারতের মোট চাল রপ্তানির এক-চতুর্থাংশ।

এদিকে ভারতকে চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে ‘উৎসাহিত’ করে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভার গুরিঞ্চাস বলেছেন, ‘পৃথিবীর এমন পরিস্থিতিতে ভারতের এমন বিধিনিষেধ বিশ্বের বাকি অংশে খাদ্যের দামের অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে। ফলে দেশগুলোও পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থাও নিতে পারে।’ তিনি আরও বলেন, সুতরাং আমি এই পরিস্থিতিতে তাদের চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে উৎসাহিত করব।’

ভারত ২০২২-২৩ অর্থবছরে মোট ৪২ লাখ ডলারের অবাসমতি চাল রপ্তানি করেছে। এর আগের বছর এই পরিমাণ ছিল ২৬ লাখ ডলার। ভারতের চালের উল্লেখযোগ্য গন্তব্য হলো যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইতালি, স্পেন ও শ্রীলঙ্কা।

ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্বব্যাপী চালানের ৪০ শতাংশেরও বেশি সরবরাহ করে ভারত। অবাসমতি চাল মূলত বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে রপ্তানি করা হয়।

গত বছর ভারত সরকার বিদেশে বিক্রি নিরুৎসাহিত করার লক্ষ্যে ২০ শতাংশ রপ্তানি কর আরোপ করে। এই নীতির কারণে গম ও চিনির চালানও সীমিত হয়ে গেছে। যদিও রপ্তানির সুযোগ ভারতীয় কৃষকদের জন্য বেশি লাভজনক হতে পারে।

সরকার বলছে, কৃষকেরা এখনো সরু ও লম্বা বাসমতিসহ অন্য ধরনের চাল রপ্তানি করতে পারবেন। এতে তাঁরা ‘আন্তর্জাতিক বাজারে লাভজনক দামের সুবিধা’ পাবেন।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, অন্যান্য দেশে চাল রপ্তানির অনুমতি পেতে অনুরোধ এলে খাদ্যনিরাপত্তার প্রয়োজনের ভিত্তিতে বিবেচনা করবে।

উল্লেখ্য, গত বছর রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে এরই মধ্যে বিশ্বব্যাপী খাদ্যশস্যের দাম বেড়ে গেছে। অবশ্য যুদ্ধের কারণে খাদ্যশস্য সরবরাহের ওপর সৃষ্ট চাপ বৈশ্বিক স্তরে কিছুটা প্রশমিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে খারাপ আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি ভারতে টমেটো, পেঁয়াজসহ কয়েক ধরনের খাদ্যপণ্যের দাম দ্রুত বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

মে থেকে জুন পর্যন্ত ভারতে সবজির দাম ১২ শতাংশ বেড়েছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ওপর এই মূল্যবৃদ্ধি মানুষের ব্যয়ের বোঝা বাড়িয়েছে, যেখানে গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ, যা খাদ্যের পেছনে মানুষের ব্যয় বৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার