হোম > বিশ্ব > ভারত

অরুনাচলে বন্যা, উদ্বেগে আসাম

প্রতিনিধি, কলকাতা

ভারতের চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণের ফলে রাজধানী ইটানগরের বিস্তীর্ণ এলাকা পানির তলায়। রাজ্যটির পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে নিম্নাঞ্চলের রাজ্য আসামেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ভয়াবহ বন্যার কবলে অরুণাচল প্রদেশ। ইটানগরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পাশের জেলা পাপুম পারেও বন্যা কবলিত। তবে সিয়াং নদীর পানি কিছুটা কমায় পূর্ব সিয়াং জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে।

ইটানগরের নীরজুলি থানা এখন পুরোপুরি জলমগ্ন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরেন্দর সিং সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মীরা এখন ব্যস্ত থানার জরুরি কাগজপত্র উদ্ধারে। বাকি কাজ লাটে উঠেছে।

এদিকে, অরুণাচলে বন্যার কারণে আসামে পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই রাজ্যটির ২১টি জেলা বন্যা কবলিত। বৃহস্পতিবার ২ শিশু-সহ ৪ জনের মৃত্যুতে রাজ্যে চলতি মৌসুমে বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮। 

আসামের ১২৩০টি গ্রাম বন্যা কবলিত। ১০৫টি ত্রাণ শিবিরে ৪ হাজার ১৬৯ জন মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে ৮১ জন গর্ভবতী ও ৯৩৫ জন শিশুও রয়েছে।

বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তবে ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও রয়েছে। 

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সূত্র।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান