হোম > বিশ্ব > ভারত

অরুনাচলে বন্যা, উদ্বেগে আসাম

প্রতিনিধি, কলকাতা

ভারতের চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণের ফলে রাজধানী ইটানগরের বিস্তীর্ণ এলাকা পানির তলায়। রাজ্যটির পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে নিম্নাঞ্চলের রাজ্য আসামেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ভয়াবহ বন্যার কবলে অরুণাচল প্রদেশ। ইটানগরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পাশের জেলা পাপুম পারেও বন্যা কবলিত। তবে সিয়াং নদীর পানি কিছুটা কমায় পূর্ব সিয়াং জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে।

ইটানগরের নীরজুলি থানা এখন পুরোপুরি জলমগ্ন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরেন্দর সিং সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মীরা এখন ব্যস্ত থানার জরুরি কাগজপত্র উদ্ধারে। বাকি কাজ লাটে উঠেছে।

এদিকে, অরুণাচলে বন্যার কারণে আসামে পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই রাজ্যটির ২১টি জেলা বন্যা কবলিত। বৃহস্পতিবার ২ শিশু-সহ ৪ জনের মৃত্যুতে রাজ্যে চলতি মৌসুমে বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮। 

আসামের ১২৩০টি গ্রাম বন্যা কবলিত। ১০৫টি ত্রাণ শিবিরে ৪ হাজার ১৬৯ জন মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে ৮১ জন গর্ভবতী ও ৯৩৫ জন শিশুও রয়েছে।

বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তবে ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও রয়েছে। 

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সূত্র।

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি