হোম > বিশ্ব > ভারত

চিকিৎসককে ধর্ষণ-হত্যা: শর্তের চাপে মমতা, পিছিয়ে দিলেন বৈঠক 

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এখনো সামলে উঠতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁর সঙ্গে আলোচনা চেয়েছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক পিছিয়ে দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন। 

আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে ২৭ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা। এর মাঝেই দফায় দফায় পাল্টাপাল্টি ই-মেইল চালাচালি হলেও বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনো মেলেনি। 

বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকেরা একটি ই-মেইল পাঠিয়েছেন মুখ্যসচিবকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে বৈঠকসহ চার দফা শর্ত দিয়েছেন তাঁরা। প্রতিনিধি ছাড়াও ইন্টার্ন চিকিৎসকেরা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠক হোক নবান্নে। মুখ্যসচিবকে পাঠানো শর্তগুলোর মধ্যে অন্যতম এটি। এ ছাড়া এই বৈঠক সরাসরি প্রচারের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। 

এদিকে আজ বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হলো। 

গতকাল বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক কর্মকর্তা। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে।

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক