হোম > বিশ্ব > ভারত

‘বাংলাদেশ চলো’ কর্মসূচির অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ, বাঁশের ব্যারিকেড

‘বাংলাদেশ চলো’ কর্মসূচির অনুমতি চেয়েছে একটি গ্রুপ। ছবি: হোয়াটসঅ্যাপ

আখাউড়া সীমান্তের কাছে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বাঁশের ব্যারিকেড স্থাপন করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রতিবেশী বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত একটি বিক্ষোভ কর্মসূচি ঘিরে সম্ভাব্য প্রতিবাদ-প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ত্রিপুরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোষ্ঠী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তবে জেলা প্রশাসন আবেদন প্রত্যাখ্যান করার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার বলেছেন, ‘আমরা একটি প্রতিবাদ মিছিল হওয়ার তথ্য পেয়েছি, যা “বাংলাদেশ চলো” কর্মসূচির অধীনে পরিচালিত হওয়ার কথা ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বাঁশের ব্যারিকেড স্থাপন করেছি।’

তিনি আরও জানান, গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পরিস্থিতি ঘিরে পুলিশ সতর্ক রয়েছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন—

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত