হোম > বিশ্ব > ভারত

‘বাংলাদেশ চলো’ কর্মসূচির অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ, বাঁশের ব্যারিকেড

‘বাংলাদেশ চলো’ কর্মসূচির অনুমতি চেয়েছে একটি গ্রুপ। ছবি: হোয়াটসঅ্যাপ

আখাউড়া সীমান্তের কাছে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বাঁশের ব্যারিকেড স্থাপন করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রতিবেশী বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত একটি বিক্ষোভ কর্মসূচি ঘিরে সম্ভাব্য প্রতিবাদ-প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ত্রিপুরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোষ্ঠী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তবে জেলা প্রশাসন আবেদন প্রত্যাখ্যান করার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার বলেছেন, ‘আমরা একটি প্রতিবাদ মিছিল হওয়ার তথ্য পেয়েছি, যা “বাংলাদেশ চলো” কর্মসূচির অধীনে পরিচালিত হওয়ার কথা ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বাঁশের ব্যারিকেড স্থাপন করেছি।’

তিনি আরও জানান, গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পরিস্থিতি ঘিরে পুলিশ সতর্ক রয়েছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন—

ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা নারীর ‘মৌলিক অধিকার’—ভারতে ঐতিহাসিক রায়

নেতার মৃত্যুর পর মহারাষ্ট্রে একীভূত হচ্ছে এনসিপির দুই অংশ

অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’

অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল

ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

বিমান বিধ্বস্ত: ভারতে উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, ‘সব চুক্তির মা’ বলছে দিল্লি

গোবর-গোমূত্র গবেষক পাচ্ছেন পদ্মশ্রী, সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের বিদ্রূপ

প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ, ভারতে নারীসহ গ্রেপ্তার ৪

কুকি নারীর প্রেমে করুণ পরিণতি—মণিপুরে আবারও বিভাজনের শঙ্কা