হোম > বিশ্ব > ভারত

অ্যাডিনোভাইরাসের আতঙ্ক কলকাতায়, বাড়তি সতর্কতা জারি

কলকাতা প্রতিনিধি

করোনাভাইরাসের দাপট কমলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অ্যাডিনোভাইরাসের দাপট বেড়েই চলেছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। গতকাল বুধবার সকালে শহরের দুটি সরকারি হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ দিনের একটি শিশুও রয়েছে।

শনিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের হাসপাতালে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেকেরই বয়স দুই বছরের নিচে। মঙ্গলবার সকালে মেডিকেল কলেজে যে শিশুটির মৃত্যু হয়, তার বয়স ছয় মাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত হয়েছে হাজার হাজার শিশু।
জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে। বলা হচ্ছে, অ্যাডিনোভাইরাসের উপসর্গ হলো—জ্বর, বমি, পেটে ব্যথা ও শ্বাসকষ্ট। 
অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যেই জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, প্রতিটি হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া করোনার জন্য গড়ে তোলা অবকাঠামো ও কেনা ভেন্টিলেটরগুলো অ্যাডিনোভাইরাসে আক্রান্ত রোগীর জন্য ব্যবহার করতে বলা হয়েছে। শিশু শিক্ষার্থীদের বিদ্যালয় ছুটির ঘোষণা দেওয়ার কথাও ভাবছে সরকার। এখনই উপস্থিতির হার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার