হোম > বিশ্ব > ভারত

এবার এনডিটিভি ছাড়লেন তারকা সাংবাদিক রাভীশ কুমার

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির পরিচালনা পর্ষদ থেকে এবার ইস্তফা দিলেন এর জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক রাভীশ কুমার। সংবাদমাধ্যমটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদেরকে পাঠানো ইন্টারনাল মেইলের মাধ্যমে এই ইস্তফা এবং তা গৃহীত হওয়ার কথা জানানো হয়। এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায়ের পদত্যাগের একদিন পরই ইস্তফা দিলেন রাভীশ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

রাভীশ কুমার গত কয়েক দশক ধরে এনডিটিভির সঙ্গে যুক্ত ছিলেন। রাভীশ কি রিপোর্ট, প্রাইম টাইম, হাম লোগ, দেশ কি বাতের মতো জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এই তারকা সাংবাদিক। 

রভীশের ইস্তফার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে গেছে। অনেকেই বলছেন, ভারতের নিরপেক্ষ জাতীয় সংবাদমাধ্যমের শেষ স্তম্ভেরও পতন ঘটল। 

এর আগে গত মঙ্গলবার সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায় এনডিটিভির পরিচালনাকারী প্রতিষ্ঠান আরআরপিআরএইচের পরিচালক পদ থেকে ইস্তফা দেন। তাঁদের স্থলাভিষিক্ত হন আদানি গ্রুপের নিয়োগ করা তিন কর্মকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া ও সেন্থিল সিন্নিয়া চেঙ্গলভারায়ন। 

গত আগস্টেই জানা গিয়েছিল, এনডিটিভি ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার গৌতম আদানির প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে। এর পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখার খোলা প্রস্তাব দেওয়া হয়েছে আদানি গ্রুপের পক্ষ থেকে। ওই প্রস্তাব ৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। শেয়ারপ্রতি দাম ধার্য হয় ২৯৪ রুপি। অল্প শেয়ারের মালিকদের অংশ কিনে নেওয়াই এর লক্ষ্য। 

সব মিলিয়ে ১ দশমিক ৬ কোটি শেয়ার কিনছে আদানি গ্রুপ। ফলে এনডিটিভির পরিচালনাকারী প্রতিষ্ঠান আরআরপিআরএইচের সিংহভাগ নিয়ন্ত্রণই চলে যাবে গৌতম আদানির হাতে। ইতিমধ্যে প্রয়োজনীয় শেয়ার আদানি গ্রুপের ভিসিপিএলের হাতে চলে এসেছে। এর পরিপ্রেক্ষিতেই প্রণয় রায় ও রাধিকা রায় পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। 

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে