হোম > বিশ্ব > ভারত

এবার এনডিটিভি ছাড়লেন তারকা সাংবাদিক রাভীশ কুমার

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির পরিচালনা পর্ষদ থেকে এবার ইস্তফা দিলেন এর জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক রাভীশ কুমার। সংবাদমাধ্যমটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদেরকে পাঠানো ইন্টারনাল মেইলের মাধ্যমে এই ইস্তফা এবং তা গৃহীত হওয়ার কথা জানানো হয়। এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায়ের পদত্যাগের একদিন পরই ইস্তফা দিলেন রাভীশ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

রাভীশ কুমার গত কয়েক দশক ধরে এনডিটিভির সঙ্গে যুক্ত ছিলেন। রাভীশ কি রিপোর্ট, প্রাইম টাইম, হাম লোগ, দেশ কি বাতের মতো জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এই তারকা সাংবাদিক। 

রভীশের ইস্তফার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে গেছে। অনেকেই বলছেন, ভারতের নিরপেক্ষ জাতীয় সংবাদমাধ্যমের শেষ স্তম্ভেরও পতন ঘটল। 

এর আগে গত মঙ্গলবার সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায় এনডিটিভির পরিচালনাকারী প্রতিষ্ঠান আরআরপিআরএইচের পরিচালক পদ থেকে ইস্তফা দেন। তাঁদের স্থলাভিষিক্ত হন আদানি গ্রুপের নিয়োগ করা তিন কর্মকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া ও সেন্থিল সিন্নিয়া চেঙ্গলভারায়ন। 

গত আগস্টেই জানা গিয়েছিল, এনডিটিভি ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার গৌতম আদানির প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে। এর পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখার খোলা প্রস্তাব দেওয়া হয়েছে আদানি গ্রুপের পক্ষ থেকে। ওই প্রস্তাব ৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। শেয়ারপ্রতি দাম ধার্য হয় ২৯৪ রুপি। অল্প শেয়ারের মালিকদের অংশ কিনে নেওয়াই এর লক্ষ্য। 

সব মিলিয়ে ১ দশমিক ৬ কোটি শেয়ার কিনছে আদানি গ্রুপ। ফলে এনডিটিভির পরিচালনাকারী প্রতিষ্ঠান আরআরপিআরএইচের সিংহভাগ নিয়ন্ত্রণই চলে যাবে গৌতম আদানির হাতে। ইতিমধ্যে প্রয়োজনীয় শেয়ার আদানি গ্রুপের ভিসিপিএলের হাতে চলে এসেছে। এর পরিপ্রেক্ষিতেই প্রণয় রায় ও রাধিকা রায় পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ