হোম > বিশ্ব > ভারত

বিহার ধাঁচে দিল্লিতে বিজেপিকে হারানোর চেষ্টা

কলকাতা প্রতিনিধি

ভারতের বিহার রাজ্যের মডেলেই দিল্লি থেকে বিজেপিকে হটানোর চেষ্টা শুরু করেছেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। বিরোধীদের মধ্যে অনৈক্য থাকলেও কংগ্রেস, জেডি (ইউ), আরজেডি, সপা, এনসিপি, শিবসেনা, ডিএমকে ও বামপন্থী দলগুলো দিল্লি থেকে বিজেপিকে হটাতে মহাগাটবন্ধনে সম্মত হচ্ছে। তবে বিজেপি বিরোধী শিবিরের তৃণমূল, আম আদমি পার্টিসহ একাধিক দল কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসতে নারাজ। 

আজ রোববার ভারতের সাবেক উপ প্রধানমন্ত্রী দেবীলালের জন্মদিনে তাঁর ছেলে ও আইএনএলডি নেতা ওমপ্রকাশ চৌটালা হরিয়ানার ফতেহাবাদে বিরোধী দলগুলোর সভার আয়োজন করলেও কংগ্রেস সেই সভা বয়কট করে। হরিয়ানায় বিরোধীদের সভায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব থেকে শুরু করে বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধি অংশ নেন। তৃণমূলের প্রতিনিধিও ছিলেন সেখানে। 

কংগ্রেস যোগ না দিলেও বিরোধী ঐক্যের বিষয়ে আশাবাদী বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। এদিনই তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সঙ্গে নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেন। লালুর দাবি, ২০২৪ সালে বিজেপি হারছেই। তারই প্রস্তুতি শুরু হয়েছে বিরোধী শিবিরে। নিতীশের দাবি, বিরোধীরা বিজেপিকে হারাতে মরিয়া। তাই বিহারের মতো দিল্লির মসনদ থেকেও বিজেপি হঠাতে সবাই এক জোট হচ্ছেন। তবে বিরোধীদের সম্মিলিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে নিতীশ জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। লালুর মতে, প্রধানমন্ত্রী ঠিক করার থেকে নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করা এখন সবচেয়ে জরুরি। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা