হোম > বিশ্ব > ভারত

তৃতীয় দফা বন্যায় বিপর্যস্ত আসাম

কলকাতা প্রতিনিধি

তৃতীয় দফা বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। এই বন্যায় রাজ্যের পাঁচটি জেলার ১১০টি গ্রামে ৭০ হাজারেরও বেশি মানুষ। সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার গবাদি পশুও নতুন করে দুর্ভোগে পড়েছে।

আসামের রাজ্য সরকারের তরফ থেকে দুর্গতদের জন্য ২২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বন্যায় রাজ্যের ৩ হাজার ২১ হেক্টরেরও বেশি জমির কৃষির ক্ষতি হয়েছে।

কেবল আসাম নয়, প্রবল বর্ষণের কারণে আসামের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশেও ভূমিধস ও নদীর পানির স্তর বৃদ্ধির কারণে বিপর্যস্ত হয়েছে বহু মানুষ। রাজ্যের ইস্ট সিয়াং জেলার প্রশাসক ত্যাই ত্যাগু জানিয়েছেন, এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। জনসাধারণকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, ভারতের আরেক রাজ্য সিকিমেও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ৩০০ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো অন্তত ৭০টি গাড়িতে আরও দুই শতাধিক পর্যটক আটকে রয়েছেন।

উল্লেখ্য, আসামে প্রতিবছরই বর্ষার আগে, বর্ষার সময় এবং পরবর্তী সময়ে বন্যার দুর্ভোগ সহ্য করতে হয় রাজ্যবাসীকে। চলতি বছর এ নিয়ে তিন দফা বন্যার কবলে পড়ল রাজ্যটি। প্রথম দুই দফায় অন্তত ২০০ মানুষ প্রাণ হারিয়েছে। 

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে